বিবাহিত-অন্তঃসত্ত্বা ছাত্রীদের হল ছাড়তে বলা ‘বৈষম্যমূলক’, জবি কর্তৃপক্ষকে আইনি নোটিশ 

জবি সংবাদদাতা 
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২০: ২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে অবস্থানরত বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের দ্রুত হল ছাড়ার নির্দেশটি ‘বৈষম্যমূলক’ ব্যবস্থা, এমনটি উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর ও হল প্রভোস্টকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 

আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সোলায়মান তুষার ডাকযোগে ও ই–মেইলে নোটিশটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠান। 

আইনজীবী তুষার বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী বিবাহিত ও গর্ভবর্তী হওয়ার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রীরা আবাসিক সিট পাবেন না। এমন ছাত্রীদের অতি দ্রুত হলের সিট ছেড়ে দিতে বলা হয়েছে। অন্যথায়, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। 

আইনজীবী বলেন, এমন বিধান কার্যকর থাকলে কার্যত বিবাহিত ও গর্ভবর্তী ছাত্রীরা হলের আবাসিক সুবিধা গ্রহণ করে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হবেন। বিষয়টি নিয়ে বর্তমানে ছাত্রীদের মধ্যে মারাত্মক অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

নোটিশে সোলায়মান তুষার বলেন, বিবাহিত ও গর্ভবর্তী ছাত্রীদের জন্য এমন নিয়ম সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। নারীদের উচ্চশিক্ষা অর্জনের পথে অন্তরায়। 

নোটিশ প্রাপ্তির পাঁচ কার্যদিবসের মধ্যে বৈষম্যমূলক বিধানটি বাতিল করা না হলে ওই আইনজীবী আদালতের শরণাপন্ন হবেন বলে জানান। 

এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, হল থেকে যে নোটিশ দেওয়া হয়েছে, তা বিধিমালা অনুযায়ী দেওয়া হয়েছে। নোটিশের পেছনে বিশ্ববিদ্যালয়েরই কেউ থাকতে পারেন—এমন ইঙ্গিত দিয়ে তাঁকে খুঁজে বের করার কথা জানান তিনি। 

গত ২৫ সেপ্টেম্বর এক নোটিশের মাধ্যমে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে অবস্থানরত বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের অতি দ্রুত হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় হল প্রশাসন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত