নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের বিরুদ্ধে চলমান অনুসন্ধানে ঋণ জালিয়াতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চেয়ারম্যান থাকা অবস্থায় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ তুলে তা লোপাট করেছেন তিনি। দুদক বলছে, অনুসন্ধানে এখন পর্যন্ত ওই ব্যাংক থেকে ৩০ কোটি টাকা সরানোর তথ্য পাওয়া গেছে।বিষয়টি নিশ্চিত করে দুদকের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, আমজাদ হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে। এই অভিযোগে ব্যাংকটির সাবেক এমডিসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।সূত্র জানায়, এস এম আমজাদ হোসেনের বিষয়ে অনুসন্ধান শুরুর পরপর বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এ তথ্য চেয়ে চিঠি পাঠায় দুদক। তাদের দেওয়া প্রতিবেদনে যাচাই-বাছাইয়ে প্রাথমিক অনুসন্ধানে টাকা আত্মসাতের প্রমাণ পায়। দুদক সূত্র বলছে, বিএফআইইউর প্রতিবেদনে আসা তথ্যে সাউথ বাংলার এই সাবেক চেয়ারম্যান খুলনা বিল্ডার্স নামের একটি ভুয়া প্রতিষ্ঠান খুলে সেই প্রতিষ্ঠানের নামে ঋণ তোলেন। তবে ঢাকার কোনো শাখা থেকে এই ঋণ নেননি আমজাদ হোসেন। টাকা আত্মসাতের কৌশল হিসেবে তিনি খুলনার সদর ও কাটাখালী—এই দুই শাখাকে ব্যবহার করেন।
দুদক জানায়, এস এম আমজাদ হোসেন খুলনা বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানের ৫১ শতাংশ শেয়ারের মালিক। প্রতিষ্ঠানটির বাকি ৪৯ শতাংশ শেয়ার তাঁর স্ত্রী সুফিয়া খাতুনের নামে। ২০১৬ সালের ১ জুন এসবিএসি ব্যাংকের খুলনা শাখায় প্রতিষ্ঠানটির নামে ঋণ আবেদন করা হয়। পরদিনই ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় সাড়ে ১৫ কোটি টাকার ঋণ অনুমোদন হয়। পরবর্তী সময়ে এই ঋণের অর্থ আরও বাড়ানো হয়। বর্তমানে এই অর্থের পরিমাণ ৩০ কোটিরও বেশি বলে জানা গেছে।
দুদকের অনুসন্ধান সূত্র জানিয়েছে, এরই মধ্যে এসবিএসির যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। শুধু তা-ই নয়, ব্যাংকের অন্য কর্মকর্তারাও এই এই ঋণ জালিয়াতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। পাশাপাশি এস এম আমজাদ হোসেনের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মচারীদের নামেও ঋণ নিয়ে তা আত্মসাৎ করেন বলে বিএফআইইউর প্রতিবেদনে উঠে এসেছে।
এদিকে নানা আলোচনার মধ্যে ২২ সেপ্টেম্বর এসবিএসির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন আমজাদ হোসেন। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ জানান, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে চেয়ারম্যান পদ থেকে আমজাদ হোসেন পদত্যাগপত্র জমা দিয়েছেন। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে পর্ষদ। তাঁর স্থানে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে।
অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে জানতে আমজাদ হোসেনকে একাধিকবার ফোন করা হয়। এ সময় তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের বিরুদ্ধে চলমান অনুসন্ধানে ঋণ জালিয়াতির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চেয়ারম্যান থাকা অবস্থায় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ তুলে তা লোপাট করেছেন তিনি। দুদক বলছে, অনুসন্ধানে এখন পর্যন্ত ওই ব্যাংক থেকে ৩০ কোটি টাকা সরানোর তথ্য পাওয়া গেছে।বিষয়টি নিশ্চিত করে দুদকের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, আমজাদ হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে। এই অভিযোগে ব্যাংকটির সাবেক এমডিসহ ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।সূত্র জানায়, এস এম আমজাদ হোসেনের বিষয়ে অনুসন্ধান শুরুর পরপর বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এ তথ্য চেয়ে চিঠি পাঠায় দুদক। তাদের দেওয়া প্রতিবেদনে যাচাই-বাছাইয়ে প্রাথমিক অনুসন্ধানে টাকা আত্মসাতের প্রমাণ পায়। দুদক সূত্র বলছে, বিএফআইইউর প্রতিবেদনে আসা তথ্যে সাউথ বাংলার এই সাবেক চেয়ারম্যান খুলনা বিল্ডার্স নামের একটি ভুয়া প্রতিষ্ঠান খুলে সেই প্রতিষ্ঠানের নামে ঋণ তোলেন। তবে ঢাকার কোনো শাখা থেকে এই ঋণ নেননি আমজাদ হোসেন। টাকা আত্মসাতের কৌশল হিসেবে তিনি খুলনার সদর ও কাটাখালী—এই দুই শাখাকে ব্যবহার করেন।
দুদক জানায়, এস এম আমজাদ হোসেন খুলনা বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানের ৫১ শতাংশ শেয়ারের মালিক। প্রতিষ্ঠানটির বাকি ৪৯ শতাংশ শেয়ার তাঁর স্ত্রী সুফিয়া খাতুনের নামে। ২০১৬ সালের ১ জুন এসবিএসি ব্যাংকের খুলনা শাখায় প্রতিষ্ঠানটির নামে ঋণ আবেদন করা হয়। পরদিনই ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় সাড়ে ১৫ কোটি টাকার ঋণ অনুমোদন হয়। পরবর্তী সময়ে এই ঋণের অর্থ আরও বাড়ানো হয়। বর্তমানে এই অর্থের পরিমাণ ৩০ কোটিরও বেশি বলে জানা গেছে।
দুদকের অনুসন্ধান সূত্র জানিয়েছে, এরই মধ্যে এসবিএসির যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। শুধু তা-ই নয়, ব্যাংকের অন্য কর্মকর্তারাও এই এই ঋণ জালিয়াতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। পাশাপাশি এস এম আমজাদ হোসেনের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মচারীদের নামেও ঋণ নিয়ে তা আত্মসাৎ করেন বলে বিএফআইইউর প্রতিবেদনে উঠে এসেছে।
এদিকে নানা আলোচনার মধ্যে ২২ সেপ্টেম্বর এসবিএসির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন আমজাদ হোসেন। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ জানান, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে চেয়ারম্যান পদ থেকে আমজাদ হোসেন পদত্যাগপত্র জমা দিয়েছেন। আইন অনুযায়ী এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে পর্ষদ। তাঁর স্থানে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে।
অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে জানতে আমজাদ হোসেনকে একাধিকবার ফোন করা হয়। এ সময় তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সোয়া দশটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার উত্তর হারবাং এলাকার আজিজনগর নুরু চেয়ারম্যান ঘাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নিহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগেরাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
৯ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
৯ ঘণ্টা আগে