Ajker Patrika

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত (আনুমানিক বয়স ১৩) এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে টঙ্গীর মধুমিতা রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। 

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা। তিনি বলেন, ‘অজ্ঞাত কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। কমলাপুর রেলওয়ে পুলিশের সহায়তায় লাশটি বুঝে নেওয়া হবে। কিশোরের পরিচয় শনাক্তে কাজ করবে পুলিশ।’ 

স্থানীয় লোকজন জানান, আজ সকালে মধুমিতা রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে একজন কিশোর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

স্থানীয় তরুণ রাকিব বলেন, ‘আজ সকালে মধুমিতা রেলগেট এলাকায় হঠাৎ ট্রেন থেকে এক কিশোর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আমরা তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কিশোরের মৃত্যু হয়। কিশোরের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত