Ajker Patrika

সতীর্থ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জবি ছাত্র কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ২১: ৪৮
সতীর্থ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জবি ছাত্র কারাগারে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মেহেদী হাসান সৈকত নামের এক ছাত্রকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ওই ছাত্রকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

বিকেলে মেহেদীকে আদালতে হাজির করা হয়। এরপর তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

মামলার এজাহারে ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, মেহেদী (২০১৯-২০ সেশন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একদিন ক্যাম্পাসে নিজের পরিচয় দিয়ে কথা বলার চেষ্টা করে। কথার উত্তর না দিয়ে নিজের ক্লাসে চলে যান ভুক্তভোগী। মেহেদী জুনিয়র হওয়া সত্ত্বেও বিভিন্ন সময় মোবাইল ফোনে ও ফেসবুকে বিভিন্নভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকেন। কিন্তু ওই ছাত্রী তাঁকে পাত্তা দেননি। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জগন্নাথ বিশ্বদ্যালয় দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন ওই ছাত্রী। ক্যাম্পাসের ‘শান্ত চত্বরে’ অবস্থানকালে মেহেদী পূর্বপরিকল্পিতভাবে তাঁর যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শ্লীলতাহানি করে চলে যান।

পরে ঘটনার বিষয়ে ভুক্তভোগী ছাত্রী সহপাঠীসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে লিখিতভাবে অভিযোগ দেন। প্রক্টরের নির্দেশক্রমে কোতোয়ালি থানা-পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে মেহেদীকে আটক করে। পরে ভুক্তভোগী ছাত্রী মামলা করলে মেহেদীকে গ্রেপ্তার দেখানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত