Ajker Patrika

উত্তরায় ট্রেনের ধাক্কায় গাড়িচালক নিহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৩: ০৭
উত্তরায় ট্রেনের ধাক্কায় গাড়িচালক নিহত

রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় মো. সানি (২০) নামের একজন গাড়িচালক নিহত হয়েছেন। উত্তরার ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কসংলগ্ন জামতলা রেলগেট এলাকায় গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর সানিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত গাড়িচালকের বাড়ি পটুয়াখালী জেলায়। নিহত সানির ভাবি সোনিয়া বলেন, ‘জামতলা রেলগেট পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রেন সানিকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত