নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন জুয়েল (২৫)। মেয়েটি পাশের বাসার বাসিন্দা এই জুয়েল। রায়ে কারাদন্ডের পাশাপাশি জুয়েলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।
রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে আবার তাকে কারাগারে পাঠানো হয়।
ওই ট্রাইবুনানের বেঞ্চ সহকারী আতাউর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দিন মজুর বাবা-মায়ের সঙ্গে মহাখালীর সাততলা আইপিএইচ জামে মসজিদ সংলগ্ন এলাকায় থাকতো ওই ছাত্রী। প্রতিদিনের মতো তার বাবা-মা সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। ২০১৮ সালের ১৩ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ওই মেয়েটি স্কুলে যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হওয়ার সময় পাশের বাসার ভাড়াটিয়া জুয়েল ডেকে তাকে রুমে নেয়। তখন জোর করে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় পরদিন ছাত্রীর বাবা বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালে ১২ মে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন বনানী থানার এসআই সাদিয়া শারমীন।
ওই বছরের ১৭ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন জুয়েল (২৫)। মেয়েটি পাশের বাসার বাসিন্দা এই জুয়েল। রায়ে কারাদন্ডের পাশাপাশি জুয়েলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।
রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে আবার তাকে কারাগারে পাঠানো হয়।
ওই ট্রাইবুনানের বেঞ্চ সহকারী আতাউর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দিন মজুর বাবা-মায়ের সঙ্গে মহাখালীর সাততলা আইপিএইচ জামে মসজিদ সংলগ্ন এলাকায় থাকতো ওই ছাত্রী। প্রতিদিনের মতো তার বাবা-মা সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। ২০১৮ সালের ১৩ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ওই মেয়েটি স্কুলে যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হওয়ার সময় পাশের বাসার ভাড়াটিয়া জুয়েল ডেকে তাকে রুমে নেয়। তখন জোর করে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় পরদিন ছাত্রীর বাবা বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালে ১২ মে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন বনানী থানার এসআই সাদিয়া শারমীন।
ওই বছরের ১৭ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে