ঢামেক প্রতিবেদক
রাজধানীর কদমতলী শনির আখড়া এলাকায় ছেলের সঙ্গে রাগারাগিতে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর নাম নাসরিন আক্তার দিপু (৪৫)।
আজ শনিবার বেলা আড়াইটায় নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত নারীর ছোট ভাই মোফাজ্জল হোসেন বলেন, তাঁর বোন দুই ছেলেকে নিয়ে শনির আখড়া নুরপুর এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন। স্বামী নাসির উদ্দিন এক বছর আগে অসুস্থ অবস্থায় মারা যান। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার নারানদিয়া গ্রামে।
মোফাজ্জল হোসেন বলেন, নাসরিনের বড় ছেলে রাফিউ আহমেদ অনন্ত কিছুই করত না। তাকে সৌদি আরব পাঠানো হয়েছিল। সেখানে মারামারি করে এক সপ্তাহ আগে দেশে চলে আসে। মায়ের সঙ্গে টাকাপয়সা নিয়ে ঝগড়া করত। এমনকি মাকে মারধর করত। আজকে টাকাপয়সা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া হয়। রাগে নাসরিন রুম বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ছেলে অনন্ত দরজা ভেঙে নাসরিনকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসে।
মোফাজ্জল হোসেন আরও বলেন, ‘বিষয়টি আমাকে ফোনে জানায় অনন্ত। পরে আমি শান্তিনগর থেকে হাসপাতালে এসে বোনের মরদেহ দেখতে পাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কদমতলী থেকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই নারীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, গলায় ফাঁস দিয়েছিল ওই নারী। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে কদমতলী থানা-পুলিশকে জানানো হয়েছে।
রাজধানীর কদমতলী শনির আখড়া এলাকায় ছেলের সঙ্গে রাগারাগিতে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর নাম নাসরিন আক্তার দিপু (৪৫)।
আজ শনিবার বেলা আড়াইটায় নুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত নারীর ছোট ভাই মোফাজ্জল হোসেন বলেন, তাঁর বোন দুই ছেলেকে নিয়ে শনির আখড়া নুরপুর এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন। স্বামী নাসির উদ্দিন এক বছর আগে অসুস্থ অবস্থায় মারা যান। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার নারানদিয়া গ্রামে।
মোফাজ্জল হোসেন বলেন, নাসরিনের বড় ছেলে রাফিউ আহমেদ অনন্ত কিছুই করত না। তাকে সৌদি আরব পাঠানো হয়েছিল। সেখানে মারামারি করে এক সপ্তাহ আগে দেশে চলে আসে। মায়ের সঙ্গে টাকাপয়সা নিয়ে ঝগড়া করত। এমনকি মাকে মারধর করত। আজকে টাকাপয়সা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া হয়। রাগে নাসরিন রুম বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ছেলে অনন্ত দরজা ভেঙে নাসরিনকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসে।
মোফাজ্জল হোসেন আরও বলেন, ‘বিষয়টি আমাকে ফোনে জানায় অনন্ত। পরে আমি শান্তিনগর থেকে হাসপাতালে এসে বোনের মরদেহ দেখতে পাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কদমতলী থেকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই নারীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, গলায় ফাঁস দিয়েছিল ওই নারী। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে কদমতলী থানা-পুলিশকে জানানো হয়েছে।
পাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
৪ মিনিট আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
২০ মিনিট আগেক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাঁদের অন্তত আটজন আহত হয়েছেন। আহত সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
২৬ মিনিট আগেবরগুনার আমতলীতে এক দিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে