মোহাম্মদপুরে ডাস্টবিনে মিলল মানুষের খণ্ডিত পা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
মোহাম্মদপুরে একটি ডাস্টবিনে মানুষের খণ্ডিত পা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি ডাস্টবিনে মানুষের খণ্ডিত পায়ের দেখা মিলেছে। গোড়ালির কিছুটা ওপর থেকে কাটা ওই পায়ে ব্যান্ডেজ করা রয়েছে। গত সোমবার গভীর রাতে খণ্ডিত পা দেখে স্থানীয়রা খবর দিলে সেটি উদ্ধার করে পুলিশ।

আজ মঙ্গলবার মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোডে একটি ডাস্টবিন থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে-কোনো হাসপাতাল থেকে দুই-তিন দিন আগে পাটি কাটা হয়েছে। পায়ের ব্যান্ডেজ এবং কাটার ধরন দেখে মনে হচ্ছে-চিকিৎসকেরা কেটে বাদ দিয়েছে। কোনো রক্ত নেই, একেবারে শুকনা। তবে কীভাবে এখানে এসেছে তা আমরা খতিয়ে দেখছি।’

তিনি আরও বলেন, ‘এটি পুরোপুরি কোনো হাসপাতালের অসচেতনতায় হতে পারে। আমরা তদন্ত করে দেখছি-কারা এটা করেছে।’

ওসি আলী ইফতেখার বলেন, ‘কোনো সন্ত্রাসীর হামলা বা এমন কোনো ঘটনা এই এলাকায় ঘটেনি। এমনকি এ ধরনের কোনো ঘটনার বিষয়ে কেউ কোনো অভিযোগও করেনি।’

এ দিকে সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও খুনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাগাতার অভিযানে নেমেছে যৌথবাহিনী। এরই মধ্যে সড়কের পাশে একটি ডাস্টবিনে পাওয়া গেল মানুষের খণ্ডিত পা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত