Ajker Patrika

কলাবাগানে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২ 

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১১: ৫৫
কলাবাগানে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২ 

রাজধানীর কলাবাগান শেখ রাসেল স্কয়ার মোড়ে কাভার্ড ভ্যান চাপায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, জাকির হোসেন (৩৫) ও জন বিশ্বাস (৩৭)। মঙ্গলবার রাতে দুর্ঘটনার পর বুধবার সকালে স্বজনেরা ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে এসে মরদেহ দুটি শনাক্ত করেন। 

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি রিকশাকে চাপা দিয়ে রাসেল স্কয়ারের অস্থায়ী ট্রাফিক পুলিশ বক্সে ঢুকে যায়। এতে রিকশার দুই যাত্রী মারা যায়। এ ঘটনায় আরও দুজন আহত হন। 

নিহত জাকিরের মামা আব্দুর রহিম জানান, তাদের বাড়ি দিনাজপুর জেলার জেলার খানসামা থানার গোয়ালডিহি গ্রামে। বাবার নাম নাজিমুদ্দিন। মোহাম্মদপুর নবোদয় হাউজিং এলাকায় সাকসেস ডেন্টাল নামে একটি ল্যাবরেটরির টেকনিশিয়ান ছিলেন জাকির। থাকতেন ওই ল্যাবেই। জাকিরেরর স্ত্রী ও এক ছেলে এক মেয়েকে নিয়ে গ্রামে থাকেন। 

নিহত জনের ফুপাতো ভাই রাজু আহমেদ জানান, জন বিশ্বাসও সাকসেস ডেন্টাল ল্যাবের টেকনিশিয়ান ছিলেন। বর্তমানে ওই ল্যাবেই থাকতেন। তাদের বাড়ি খুলনা জেলার দাকোপ থানার লাউডোব গ্রামে। জনের বাবার নাম পুলিন বিশ্বাস। স্ত্রী ও দুই মেয়ে এক ছেলে গ্রামের বাড়িতে থাকেন। 

আব্দুর রহিম জানান, গতরাতে দুই সহকর্মী জাকির ও ফুটবল খেলা দেখার জন্য টিএসসিতে যায়। সেখানে খেলা না দেখানোয় তাঁরা রিকশায় করে নবোদয় হাউজিংয়ে ফিরে যাচ্ছিলেন। কলাবাগান রাসেল স্কয়ারে আসলে দুর্ঘটনার শিকার হন। সংবাদ পেয়ে সকালে ঢামেক হাসপাতালে এসে মরদেহ দুটি শনাক্ত করি। 

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন বলেন, গত রাতে শেখ রাসেল স্কয়ারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান রিকশাকে চাপা দিয়ে অস্থায়ী ট্রাফিক পুলিশ বক্সে ঢুকে যায়। এতে রিকশা আরোহী দুজন ঘটনাস্থলে মারা গেছেন। প্রথমে তাদের পরিচয় জানা না গেলেও পরে স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। এই ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। আহত রিকশা চালক খোকন মিয়াকে (৩০) উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পা ও হাত ভেঙে গেছে। আহত আরও একজনকে গণস্বাস্থ্য হাসপাতালে পাঠানো হয়েছিল। তার নাম জানা যায়নি। 

এসআই আরও জানান, ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত