Ajker Patrika

গাজীপুরে কাভার্ড ভ্যানচাপায় নারী শ্রমিক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৭: ০০
সড়ক দুর্ঘটনায় নিহত নারী শ্রমিকের স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
সড়ক দুর্ঘটনায় নিহত নারী শ্রমিকের স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার হোসেন সোয়েটার কারখানাসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা কাভার্ড ভ্যানটি আটক করেছে।

নিহত হেলেনা আক্তার (২৫) সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার লামাপারকুল গ্রামের মো. আজাদুর রহমানের স্ত্রী। তিনি শ্রীপুরে ভাড়া বাসায় থেকে স্থানীয় হাসিন সোয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

হেলেনার স্বামী আজাদুর রহমান জানান, তিনি কারখানায় কাজ শেষে বড় বোন আয়েশা আক্তারের বাড়িতে যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে হাসপাতালে গিয়ে স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কাভার্ডভ্যানটি আটক করে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত