প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)
ভাঙনের মুখে পড়েছে মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার বয়রা, হারুকান্দি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম। ইউনিয়নগুলোতে ভাঙন রোধে নির্মিত জিও ব্যাগের বাঁধের বিভিন্ন জায়গায় এরই মধ্যে ভাঙন দেখা দিয়েছে। এই বাঁধ ভেঙে গেলে উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়বে বলে আশঙ্কায় করছেন স্থানীয়রা।
আজ শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনটি ইউনিয়ন নির্মিত প্রায় ৮ কিলোমিটার এলাকায় এই বাঁধের আন্ধারমানিক বাজার এবং খালপাড় বয়রা এলাকায় ধসে পড়েছে। এ ছাড়া এই বাঁধে হাজার হাজার জাল ব্যবহার করছে মৎস্য শিকারিরা। এসব মাছ ধরার জালের এলাকায় চায়না দোয়ারি (মাছ ধরার জাল), সাধারণ দোয়ারি এবং ভেশাল (জাল) নামে পরিচিত। বাঁধের ওপরের জিও ব্যাগ ছিঁড়ে তার মধ্যে গর্ত করে ভেশালও স্থাপন করেছেন তাঁরা। এ ছাড়া পদ্মাপারের কিছু অসচেতন মানুষ বাঁধের জিও ব্যাগ কেটে ফসলের পালা ঢেকে রেখেছেন। কেউ বাড়িতে ব্যবহার করছেন। আবার কেউ মৎস্য শিকারেও ব্যবহার করছেন এসব জিও ব্যাগ।
এম এ রাজ্জাক আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল সরকার জানান, কয়েক দিন আগে পদ্মা পাড় ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে জেলেদের অনেকগুলো জিও ব্যাগ কেটে চায়না জাল পেতে রাখতে দেখেন। পদ্মা ভাঙন রোধের জন্য জিও ব্যাগ ফেলা হয়েছে। কিন্তু জেলেদের অসচেতনতার কারণে বাঁধ হুমকির মুখে পড়েছে বলে জানান তিনি।
বয়রা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার ও হারুকান্দি ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চুন্নু জানান, বারবার জেলেদের নিষেধ করার পরেও তাঁরা শুনছেন না। উপজেলার মাসিক সমন্বয় সভায় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মোবাইলে জানান, বাঁধের জিও ব্যাগ কেটে ফেলার খবর জেনেছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
ভাঙনের মুখে পড়েছে মানিকগঞ্জ হরিরামপুর উপজেলার বয়রা, হারুকান্দি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম। ইউনিয়নগুলোতে ভাঙন রোধে নির্মিত জিও ব্যাগের বাঁধের বিভিন্ন জায়গায় এরই মধ্যে ভাঙন দেখা দিয়েছে। এই বাঁধ ভেঙে গেলে উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়বে বলে আশঙ্কায় করছেন স্থানীয়রা।
আজ শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনটি ইউনিয়ন নির্মিত প্রায় ৮ কিলোমিটার এলাকায় এই বাঁধের আন্ধারমানিক বাজার এবং খালপাড় বয়রা এলাকায় ধসে পড়েছে। এ ছাড়া এই বাঁধে হাজার হাজার জাল ব্যবহার করছে মৎস্য শিকারিরা। এসব মাছ ধরার জালের এলাকায় চায়না দোয়ারি (মাছ ধরার জাল), সাধারণ দোয়ারি এবং ভেশাল (জাল) নামে পরিচিত। বাঁধের ওপরের জিও ব্যাগ ছিঁড়ে তার মধ্যে গর্ত করে ভেশালও স্থাপন করেছেন তাঁরা। এ ছাড়া পদ্মাপারের কিছু অসচেতন মানুষ বাঁধের জিও ব্যাগ কেটে ফসলের পালা ঢেকে রেখেছেন। কেউ বাড়িতে ব্যবহার করছেন। আবার কেউ মৎস্য শিকারেও ব্যবহার করছেন এসব জিও ব্যাগ।
এম এ রাজ্জাক আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিমল সরকার জানান, কয়েক দিন আগে পদ্মা পাড় ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে জেলেদের অনেকগুলো জিও ব্যাগ কেটে চায়না জাল পেতে রাখতে দেখেন। পদ্মা ভাঙন রোধের জন্য জিও ব্যাগ ফেলা হয়েছে। কিন্তু জেলেদের অসচেতনতার কারণে বাঁধ হুমকির মুখে পড়েছে বলে জানান তিনি।
বয়রা ইউপি চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার ও হারুকান্দি ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চুন্নু জানান, বারবার জেলেদের নিষেধ করার পরেও তাঁরা শুনছেন না। উপজেলার মাসিক সমন্বয় সভায় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মোবাইলে জানান, বাঁধের জিও ব্যাগ কেটে ফেলার খবর জেনেছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের অ্যারোসল কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন মানুষ।
১ ঘণ্টা আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ফের সড়ক অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এতে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধসহ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ রোববার সকালে রাজধানী প্রেসক্লাবের সামনে তোপখানা ও পল্টন সড়ক, মোহাম্মদপুর বেড়িবাঁধ, খিলগাঁও এবং যাত্রাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরে একটি টিনশেড বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে...
২ ঘণ্টা আগে