Ajker Patrika

বিশ্ব ইজতেমায় ৭২ দেশের মুসল্লি

নাঈমুল হাসান, ইজতেমা ময়দান থেকে 
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১২: ৫৭
বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের একাংশ। ছবি: আজকের পত্রিকা
বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের একাংশ। ছবি: আজকের পত্রিকা

প্রায় ১২ ঘণ্টা আগেই গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। বিশ্ব ইজতেমায় যোগ দিতে আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মুসল্লি ময়দানে এসেছেন। তাঁরা নির্ধারিত খিত্তায় অবস্থান করে দেশ-বিদেশের প্রাজ্ঞ আলেমদের বয়ান শুনছেন।

আজ শুক্রবার সকালে মাওলানা জুবায়ের অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য জানিয়েছেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে হাজারো বিদেশি মুসল্লি ইজতেমা ময়দানে উপস্থিত হবেন। সময়ের সঙ্গে বিদেশি মুসল্লিদের সংখ্যা আরও বাড়বে।

বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের একাংশ। ছবি: আজকের পত্রিকা
বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের একাংশ। ছবি: আজকের পত্রিকা

উল্লেখ্য, তিন ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলিগ জামাত শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) অধীনে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে আখেরি মোনাজাতে ৫ ফেব্রুয়ারি শেষ হবে। আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের কাছে ময়দান বুঝিয়ে দেবেন মাওলানা সাদ অনুসারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত