রমজানে ৪ লাখ ৪৭ পরিবারকে খাদ্যসহায়তা দেওয়ার দাবি যুবলীগের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মে ২০২৩, ২২: ৪৭
Thumbnail image

রমজান মাসে সারা দেশের ৪ লাখ ৪৭ হাজার ৩২০ পরিবারকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ খাদ্যসহায়তা দিয়েছে। আজ শনিবার দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছিলেন ইফতার মাহফিল অথবা ইফতার পার্টি না করে ওই অর্থ দিয়ে সমাজের পিছিয়ে পড়া গরিব-দুস্থ-অসহায় ও সাধারণ মানুষদের সাহায্য করার। তারই ধারাবাহিকতায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী যুবলীগের নেতা-কর্মীরা প্রথম রমজান থেকে ২৯ রমজান পর্যন্ত ৪ লাখ ৪৭ হাজার ৩২০ গরিব-দুস্থ-অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছেন।

উপহার সামগ্রীতে শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন তৈজসপত্র ছিল বলেও জানানো হয়। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ ১ কোটি ২৮ লক্ষ ৫০ হাজার নগদ অর্থ বিতরণ করেছে বলেও দাবি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত