Ajker Patrika

জাবির ৬ হল মঙ্গলবার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাবি প্রতিনিধি
জাবির ৬ হল মঙ্গলবার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবনির্মিত ছয়টি আবাসিক হল আগামীকাল মঙ্গলবার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। 

আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক নূরুল আলম। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাচুর্য়ালি হলগুলো উদ্বোধন করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তারা জহির রায়হান মিলনায়তন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। 

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘হলগুলো উদ্বোধন হলে ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা শিক্ষার্থীদের হলে ওঠাতে পারব।’ 

নতুন এই ছয়টি হলের মধ্যে তিনটি ছাত্রদের ও তিনটি মেয়েদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে হলগুলোর নির্মাণ কাজ ২০১৮ সালে শুরু হয়। এ ছাড়া ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের কাজ শুরু হয় ২০১১ সালের নভেম্বর মাসে। 

এর আগে, গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেট নবনির্মিত ছয়টি হলের নামকরণ করে। 

ছাত্রীদের তিনটি হলের মধ্যে ১৭ নং হলের নাম রোকেয়া হল, ১৮ নং হলের নাম ফজিলাতুন নেছা হল ও ১৯ নম্বর হলের নাম বীরপ্রতীক তারামন বিবি হল নামকরণ করা হয়েছে। অন্যদিকে ছাত্রদের তিনটি হলের মধ্যে ২০ নং হলের নাম শহীদ তাজউদ্দীন আহমদ হল, ২১ নং হলের নাম শেখ রাসেল এবং ২২ নং হলের নাম কাজী নজরুল ইসলাম হল হিসেবে নামকরণ করা হয়েছে। 

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৩ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদে ১ হাজার ৪৪৫ কোটি টাকা অনুমোদন করা হয়। এই প্রকল্পের আওতায় তিন ধাপে বিশ্ববিদ্যালয়টিতে ২৩টি স্থাপনা নির্মাণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত