বিমানবন্দরে হয়রানি বন্ধসহ ১৫ দাবিতে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ০৬

বিমানবন্দরে হয়রানি বন্ধসহ সহজ সেবা দেওয়ার মাধ্যমে প্রবাসীদের যথাযথ মর্যাদা দিলে দেশে রেমিট্যান্সের (প্রবাসী আয়) প্রবাহ বাড়তে পারে বলে মনে করছে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। এ জন্য ১৫টি দাবি উত্থাপন করেছে প্রবাসীদের এই সংগঠন। 

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি থাতেইয়ামা কবির (গোলাম কবির), সহসভাপতি মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুর রহমান খান শাহিন ও কোষাধ্যক্ষ মো. আশরাফুর রহমান। প্রবাসী সিআইপিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, কাজী শাহ আলম ঝুনু, পারভেজ মো. আমানুল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম লিটন, আব্দুল আজিজ খান, কাজী সারওয়ার হাবিব প্রমুখ। 

থাতেইয়ামা কবির (গোলাম কবির) সংবাদ সম্মেলনে বলেন, ‘যারা মাথার ঘাম পায়ে ফেলে প্রবাস থেকে দেশে রেমিট্যান্স পাঠান, তারাই বিমানবন্দরে হয়রানির শিকার হন। যদিও সরকারের চেষ্টায় শ্রমিক হয়রানির বিষয়টি কিছুটা সহনশীল হয়েছে, তবে তা পুরোপুরি বন্ধ করা দরকার।’ 

লিখিত বক্তব্যে মোহাম্মদ ইয়াছিন চৌধুরী ১৫ দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে আছে— দেশে বিমানবন্দরগুলোয় প্রবাসী হয়রানি বন্ধ করা, অসহায় প্রবাসীর মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনার ব্যবস্থা করা, প্রবাসীভাতা চালু, উপজেলাভিত্তিক প্রবাসী পল্লি বরাদ্দ এবং সরকারি প্লট ও ফ্ল্যাট কেনার ক্ষেত্রে প্রবাসীদের অগ্রাধিকার ও স্বল্প সুদে ঋণ দেওয়া, প্রবাসীদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি, প্রবাসীদের জন্য বিমান ভাড়া সহনীয় করা, দেশের স্কুল–কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে প্রবাসীর সন্তানদের জন্য আলাদা কোটা চালু, পাসপোর্ট করার প্রক্রিয়া সহজ করা, জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধি নিয়োগ ইত্যাদি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত