নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিমানবন্দরে হয়রানি বন্ধসহ সহজ সেবা দেওয়ার মাধ্যমে প্রবাসীদের যথাযথ মর্যাদা দিলে দেশে রেমিট্যান্সের (প্রবাসী আয়) প্রবাহ বাড়তে পারে বলে মনে করছে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। এ জন্য ১৫টি দাবি উত্থাপন করেছে প্রবাসীদের এই সংগঠন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি থাতেইয়ামা কবির (গোলাম কবির), সহসভাপতি মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুর রহমান খান শাহিন ও কোষাধ্যক্ষ মো. আশরাফুর রহমান। প্রবাসী সিআইপিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, কাজী শাহ আলম ঝুনু, পারভেজ মো. আমানুল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম লিটন, আব্দুল আজিজ খান, কাজী সারওয়ার হাবিব প্রমুখ।
থাতেইয়ামা কবির (গোলাম কবির) সংবাদ সম্মেলনে বলেন, ‘যারা মাথার ঘাম পায়ে ফেলে প্রবাস থেকে দেশে রেমিট্যান্স পাঠান, তারাই বিমানবন্দরে হয়রানির শিকার হন। যদিও সরকারের চেষ্টায় শ্রমিক হয়রানির বিষয়টি কিছুটা সহনশীল হয়েছে, তবে তা পুরোপুরি বন্ধ করা দরকার।’
লিখিত বক্তব্যে মোহাম্মদ ইয়াছিন চৌধুরী ১৫ দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে আছে— দেশে বিমানবন্দরগুলোয় প্রবাসী হয়রানি বন্ধ করা, অসহায় প্রবাসীর মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনার ব্যবস্থা করা, প্রবাসীভাতা চালু, উপজেলাভিত্তিক প্রবাসী পল্লি বরাদ্দ এবং সরকারি প্লট ও ফ্ল্যাট কেনার ক্ষেত্রে প্রবাসীদের অগ্রাধিকার ও স্বল্প সুদে ঋণ দেওয়া, প্রবাসীদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি, প্রবাসীদের জন্য বিমান ভাড়া সহনীয় করা, দেশের স্কুল–কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে প্রবাসীর সন্তানদের জন্য আলাদা কোটা চালু, পাসপোর্ট করার প্রক্রিয়া সহজ করা, জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধি নিয়োগ ইত্যাদি।
বিমানবন্দরে হয়রানি বন্ধসহ সহজ সেবা দেওয়ার মাধ্যমে প্রবাসীদের যথাযথ মর্যাদা দিলে দেশে রেমিট্যান্সের (প্রবাসী আয়) প্রবাহ বাড়তে পারে বলে মনে করছে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। এ জন্য ১৫টি দাবি উত্থাপন করেছে প্রবাসীদের এই সংগঠন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি থাতেইয়ামা কবির (গোলাম কবির), সহসভাপতি মো. মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুর রহমান খান শাহিন ও কোষাধ্যক্ষ মো. আশরাফুর রহমান। প্রবাসী সিআইপিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, কাজী শাহ আলম ঝুনু, পারভেজ মো. আমানুল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম লিটন, আব্দুল আজিজ খান, কাজী সারওয়ার হাবিব প্রমুখ।
থাতেইয়ামা কবির (গোলাম কবির) সংবাদ সম্মেলনে বলেন, ‘যারা মাথার ঘাম পায়ে ফেলে প্রবাস থেকে দেশে রেমিট্যান্স পাঠান, তারাই বিমানবন্দরে হয়রানির শিকার হন। যদিও সরকারের চেষ্টায় শ্রমিক হয়রানির বিষয়টি কিছুটা সহনশীল হয়েছে, তবে তা পুরোপুরি বন্ধ করা দরকার।’
লিখিত বক্তব্যে মোহাম্মদ ইয়াছিন চৌধুরী ১৫ দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে আছে— দেশে বিমানবন্দরগুলোয় প্রবাসী হয়রানি বন্ধ করা, অসহায় প্রবাসীর মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনার ব্যবস্থা করা, প্রবাসীভাতা চালু, উপজেলাভিত্তিক প্রবাসী পল্লি বরাদ্দ এবং সরকারি প্লট ও ফ্ল্যাট কেনার ক্ষেত্রে প্রবাসীদের অগ্রাধিকার ও স্বল্প সুদে ঋণ দেওয়া, প্রবাসীদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি, প্রবাসীদের জন্য বিমান ভাড়া সহনীয় করা, দেশের স্কুল–কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে প্রবাসীর সন্তানদের জন্য আলাদা কোটা চালু, পাসপোর্ট করার প্রক্রিয়া সহজ করা, জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধি নিয়োগ ইত্যাদি।
নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগেখাম ছাড়া নারী দিবসের চিঠি দেওয়ায় ফরিদপুরের সালথা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলির ওপর ক্ষিপ্ত হয়েছেন জামায়াতের এক কর্মী। এমনকি ওই কর্মকর্তাকে সালথা ছেড়ে চলে যেতে বলা হয়। আজ বৃহস্পতিবার মহিলা কর্মকর্তার মোবাইল ফোনে এ কথা বলেন ওয়ালি উজ জামান নামের এক ব্যক্তি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে হত্যার ঘটনায় আরাফাত মামুন ও বিপ্লব বড়ুয়া নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে আরাফাত মামুন রাউজানে যুবদলের নেতা হিসেবে পরিচিত। বিএনপির সক্রিয় রাজনীতি করলেও তাঁর কোনো পদ-পদবি নেই।
১ ঘণ্টা আগে