সাড়ে ৯ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে দক্ষিণ সিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সাড়ে ৯ হাজার মেট্রিকটন কোরবানির বর্জ্য অপসারণ করেছে বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। 

আজ সোমবার ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৯ জুলাই) রাত ১১ থেকে রোববার (১১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত বিগত ৩৮ ঘণ্টায় প্রায় সাড়ে ‍৯ হাজার মেট্রিকটন কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য অপসারণ ও মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মোট ২ হাজার ৩৭০টি ট্রিপের মাধ্যমে এ বর্জ্য অপসারণ করা হয়। 

এ ছাড়া দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড থেকে গত রাত সোয়া ১টার মধ্যে প্রথম দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এখন দ্বিতীয় দিনের কোরবানির পশুর বর্জ্য অপসারণে কার্যক্রম চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত