১৫ বছর পর হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ২০: ৩২
আপডেট : ২৮ মে ২০২৪, ২১: ০১

১৫ বছর পর নারায়ণগঞ্জের আড়াইহাজারে রিকশাচালককে গলা কেটে হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। 

রায়ে দণ্ডপ্রাপ্ত উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস প্রদান করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্তরা হলেন আড়াইহাজার উপজেলার চামুরকান্দি গ্রামের মৃত চান মিয়ার ছেলে আবুল হোসেন এবং সুলপান্দি এলাকার সালাহউদ্দিনের ছেলে ওয়াকিল। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন। 

আদালতের পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, পূর্বশত্রুতার জেরে হত্যা করা হয় ওই রিকশাচালককে। এই ঘটনায় পাঁচ আসামিকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করা হয়। আজ মামলার রায়ে দুজনকে সাজা প্রদান করেছেন আদালত। 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আব্দুর রহিম বলেন, ২০০৮ সালের ২৮ নভেম্বর আড়াইহাজারের ঈদবারদী এলাকায় জঙ্গল থেকে রিকশাচালক ওসমানের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় তাঁর বাবা মোস্তফা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত