আমিনবাজারে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ, নৌপথ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২১: ৫৭
Thumbnail image

রাজধানীর আমিনবাজারে পুরাতন বেইলি ব্রিজটি নদীতে ভেঙে পড়েছে। ব্রিজ ভেঙে পড়ায় আমিনবাজার-আশুলিয়া নৌপথটি নৌ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে এই নৌ রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিশেষ নৌ-সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিআইডব্লিউটিএ'র বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপদ নৌ চলাচলের স্বার্থে ভেঙে পড়া বেইলি ব্রিজটি নৌ-পথ থেকে অপসারণ না করা পর্যন্ত ওই রুটে নৌ চলাচল আপাতত বন্ধ থাকবে।

এদিকে সকলের নিরাপত্তার স্বার্থে ভেঙে পড়া বেইলি ব্রিজের স্থানে লাল পতাকা এবং লাল বাতি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত