টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আমবয়ানের মধ্য দিয়ে আজ শুক্রবার ফজরের নামাজের পর টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সেখানে জুমার নামাজে অংশ নিয়েছেন দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি।
বেলা ১টা ১৫ মিনিটে ময়দানে আজান দেওয়া হয়। ১টা ৩৬ মিনিটে খুতবা শেষ হয়। ১টা ৫০ মিনিটি নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ জুমার নামাজে ইমামতি করেন। জুমার নামাজ শেষে ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি ওয়াসিফুল ইসলাম বয়ান করেন।
সরেজমিনে দেখা যায়, আগেই ময়দানে উপস্থিত মুসল্লিদের পাশাপাশি জুমার নামাজে যোগ দিতে আশপাশের এলাকাগুলোর লাখো মুসল্লি দুপুরের আগেই ময়দানের বিভিন্ন খিত্তায় ও চারপাশের সড়কে অবস্থান নেন। এই পর্বে ৮৫টি খিত্তায় ৬৪ জেলার মুসল্লিদের ভাগ করা হয়েছে। মুসল্লিরা জুমা আদায় করার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে চেরাগ আলী পর্যন্ত, রাজধানীর আবদুল্লাহপুর থেকে কামাড়পাড়া সড়ক ও টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে জুমা আদায় করতে তুরাগতীরে এসেছিলেন মাজাহারুল আলম। তিনি বলেন, ‘শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। অফিস বন্ধ। তাই এলাকার মসজিদে নামাজ আদায় করিনি। গত পর্বেও জুমা আদায় করেছি ময়দানে। এবার ময়দানে জায়গা পাইনি, সড়কে পড়েছি। এখানে নামাজ পড়লে খুব ভালো লাগে।’
আগামী রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ৫৬তম বিশ্ব ইজতেমার এবারের আসর।
আমবয়ানের মধ্য দিয়ে আজ শুক্রবার ফজরের নামাজের পর টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সেখানে জুমার নামাজে অংশ নিয়েছেন দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি।
বেলা ১টা ১৫ মিনিটে ময়দানে আজান দেওয়া হয়। ১টা ৩৬ মিনিটে খুতবা শেষ হয়। ১টা ৫০ মিনিটি নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ জুমার নামাজে ইমামতি করেন। জুমার নামাজ শেষে ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি ওয়াসিফুল ইসলাম বয়ান করেন।
সরেজমিনে দেখা যায়, আগেই ময়দানে উপস্থিত মুসল্লিদের পাশাপাশি জুমার নামাজে যোগ দিতে আশপাশের এলাকাগুলোর লাখো মুসল্লি দুপুরের আগেই ময়দানের বিভিন্ন খিত্তায় ও চারপাশের সড়কে অবস্থান নেন। এই পর্বে ৮৫টি খিত্তায় ৬৪ জেলার মুসল্লিদের ভাগ করা হয়েছে। মুসল্লিরা জুমা আদায় করার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে চেরাগ আলী পর্যন্ত, রাজধানীর আবদুল্লাহপুর থেকে কামাড়পাড়া সড়ক ও টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে জুমা আদায় করতে তুরাগতীরে এসেছিলেন মাজাহারুল আলম। তিনি বলেন, ‘শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। অফিস বন্ধ। তাই এলাকার মসজিদে নামাজ আদায় করিনি। গত পর্বেও জুমা আদায় করেছি ময়দানে। এবার ময়দানে জায়গা পাইনি, সড়কে পড়েছি। এখানে নামাজ পড়লে খুব ভালো লাগে।’
আগামী রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ৫৬তম বিশ্ব ইজতেমার এবারের আসর।
তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে শ্রদ্ধা জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মো. এনামউল্যা। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে হাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে তিনি সমাধিসৌধ পরিদর্শন, কবর জিয়ারত
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নে গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে অবরোধ থেকে শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
১ ঘণ্টা আগেরাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা সিটি করপোরেশনের কিছু এলাকায় বর্জ্য সংগ্রহ কাজের হাতবদল হচ্ছে। এবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ময়লা-বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বিএনপির ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-১৪ নম্বরে ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন। তারা মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত সড়ক বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
২ ঘণ্টা আগে