নরসিংদী প্রতিনিধি
বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘যারা বন্ধ জুটমিল লিজ নিয়ে কাজ করছেন না, ফেলে রেখেছেন। গরু পালবেন আর গরুর দুধ খাবেন, তা হবে না। মিলগুলো বন্ধ থাকতে পারবে না।’
তিনি আজ শনিবার নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে পাটচাষি, মিল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পাটমন্ত্রী বলেন, ‘ভালো বীজ ছাড়া ভালো পাট উৎপাদন সম্ভব নয়। ভালো বীজ ছাড়া ভালো পাট যদি না হয়, তাহলে ভালো দাম পাওয়াও সম্ভব নয়। আমাদের শতকরা ৭৫ ভাগ বীজ পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করতে হয়, আমদানি নির্ভরতা কমাতে হবে। মাত্র ২৫ ভাগ পাটবীজ আমার দেশে উৎপাদন হয়।’
জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ‘যদি পাটের ন্যায্যমূল্য না হয়, তাহলে কৃষকেরা শাকসবজি বাদ দিয়ে কেন পাট চাষ করবেন? মধ্যস্বত্বভোগীদের হাত থেকে মুক্ত করে ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারলেই পাট চাষে আগ্রহ বাড়বে।’
নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন–সংসদ সদস্য নজরুল ইসলাম, ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন।
উপস্থিত ছিলেন–বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা প্রমুখ।
শেষে পাটমন্ত্রী নরসিংদী পৌর পার্কে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা উদ্বোধন, সাহেপ্রতাবে বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ঘোড়াশালে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ জুটমিল পরিদর্শন করেন। এ ছাড়া তিনি শিবপুরে ব্যক্তি মালিকানাধীন মদিনা জুটমিলও পরিদর্শন করেন।
বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘যারা বন্ধ জুটমিল লিজ নিয়ে কাজ করছেন না, ফেলে রেখেছেন। গরু পালবেন আর গরুর দুধ খাবেন, তা হবে না। মিলগুলো বন্ধ থাকতে পারবে না।’
তিনি আজ শনিবার নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে পাটচাষি, মিল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পাটমন্ত্রী বলেন, ‘ভালো বীজ ছাড়া ভালো পাট উৎপাদন সম্ভব নয়। ভালো বীজ ছাড়া ভালো পাট যদি না হয়, তাহলে ভালো দাম পাওয়াও সম্ভব নয়। আমাদের শতকরা ৭৫ ভাগ বীজ পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করতে হয়, আমদানি নির্ভরতা কমাতে হবে। মাত্র ২৫ ভাগ পাটবীজ আমার দেশে উৎপাদন হয়।’
জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ‘যদি পাটের ন্যায্যমূল্য না হয়, তাহলে কৃষকেরা শাকসবজি বাদ দিয়ে কেন পাট চাষ করবেন? মধ্যস্বত্বভোগীদের হাত থেকে মুক্ত করে ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারলেই পাট চাষে আগ্রহ বাড়বে।’
নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন–সংসদ সদস্য নজরুল ইসলাম, ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন।
উপস্থিত ছিলেন–বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা প্রমুখ।
শেষে পাটমন্ত্রী নরসিংদী পৌর পার্কে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা উদ্বোধন, সাহেপ্রতাবে বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ও ঘোড়াশালে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ জুটমিল পরিদর্শন করেন। এ ছাড়া তিনি শিবপুরে ব্যক্তি মালিকানাধীন মদিনা জুটমিলও পরিদর্শন করেন।
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
৩৫ মিনিট আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
৪০ মিনিট আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৯ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগে