Ajker Patrika

জনগণকে নিয়ে কাজ করেছেন বলে বঙ্গবন্ধু সফল হয়েছেন: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
জনগণকে নিয়ে কাজ করেছেন বলে বঙ্গবন্ধু সফল হয়েছেন: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু যতগুলো কাজ করেছেন, জনগণকে সঙ্গে নিয়ে করেছেন। ফলে তিনি সকল কাজে সফলতা পেয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। 

আজ সোমবার বিকেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী, শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ। সম্মানিত অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি বক্তা ছিলেন শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে মো. আসিফ মুনীর চৌধুরী ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা। 

বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য বঙ্গবন্ধুকে শ্রেষ্ঠ কূটনীতিক হিসেবে আখ্যা দিয়ে এ কে আবদুল মোমেন বলেন, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একইভাবে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করেন। তাই বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি হয়েছে। বঙ্গবন্ধু সবার জন্য আলো ছড়িয়েছেন। শেখ হাসিনাও সবার জন্য আলো ছড়িয়েছেন। সেই আলোয় আলোকিত হয়ে সোনার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান এ কে আবদুল মোমেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিয়ে আবারও যা বললেন ভারতের সেনাপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত