Ajker Patrika

গুলশানে কাচ্চি ভাইসহ তিন প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৫: ৩৮
গুলশানে কাচ্চি ভাইসহ তিন প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা

অগ্নিনিরাপত্তার ব্যবস্থাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গুলশান-২ নম্বরে কাচ্চি ভাই রেস্তোরাঁসহ তিন প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বুধবার দুপুরে ডিএনসিসির অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকারনাইনের নেতৃত্বে গুলশান এলাকার বিভিন্ন রেস্তোরাঁ ও ভবনে অভিযান চালানোর সময় এই জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকারনাইন জানান, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো কাগজপত্র না থাকায় কাচ্চি ভাইকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে প্রতিষ্ঠান মালিককে তিন মাসের জেল দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে ফায়ার সার্টিফিকেট, পরিবেশের ছাড়পত্রসহ সব অনুমোদন সম্পন্ন করতে হবে। যদি কাগজপত্র না প্রস্তুত হয়, তাহলে কাচ্চি ভাই সিলগালা করা হবে। 

এ ছাড়া অগ্নিনিরাপত্তার ব্যবস্থাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গুলশান-২ নম্বরে অবস্থিত ধানসিঁড়ি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা ও জরুরি নির্গমন সিঁড়ির জায়গা বন্ধ করে দোকান দেওয়ার কারণে সোনারগাঁও জেনারেল স্টোর নামের একটি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে সতর্কতামূলক ব্যানার ঝুলিয়ে দেন। 

এর আগে গতকাল মঙ্গলবার ডিএনসিসির আওতাধীন এলাকার দুটি রেস্তোরাঁয় অগ্নিনিরাপত্তার ব্যবস্থা না থাকায় সিলগালা ও আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা, ট্রেড লাইসেন্স নবায়ন না থাকা ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি করায় আটটি রেস্তোরাঁয় মোট ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

গত ২৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৪৬ জনের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত