মাকে হত্যার ৫ বছর পর ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

কালিয়াকৈর (গাজিপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ২০: ১৬

মাকে কুপিয়ে হত্যার অপরাধে ছেলে শাহজাহান খান ওরফে সাজুকে (৪৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম এ আদেশ দেন। সাঁজাপ্রাপ্ত শাহজাহান খান গাজীপুর কালিয়াকৈর উপজেলার, মৌচাক ইউনিয়নের কাঁচারস গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আমছের আলী খান। 

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের গত ১৯ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশের বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটার সময় শাহজাহানকে বাধা দেন তার বাবা আমছের আলী। এতে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে তাঁর মা আনোয়ারা বেগমের গলার বাম পাশে কোপ দিয়ে পালিয়ে যায় সাজু। এতে ঘটনাস্থলেই নিহত হন সাজুর মা আনোয়ারা বেগম। ওই ঘটনায় নিহতের ভাই মো. হাশেম বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। 

শাহজাহান ২০১৬ সালের ২মে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠান। পরে গ্রেপ্তারকৃত শাহজাহান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর মামলার তদন্ত ও সাক্ষ্য প্রমাণ অনুযায়ী ২০১৬ সালের ৩০ আগস্ট শাহজাহানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ১ নভেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 

মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মো. শাহজাহান খান ওরফে সাজুকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত