কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ার বিদ্যালয়ের নতুন ভবনের দেয়ালে ‘দাগ’ দেওয়ার অভিযোগে প্রায় ৮০ জন শিক্ষার্থীকে বেত দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা।
আজ রোববার দুপুরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পেটানোর ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম ফাইজ উদ্দিন ফকির।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, রোববার বেলা ২টা ৪০ মিনিটে তাদের ইসলাম শিক্ষা ক্লাস ছিল। ক, খ ও গ বালক বিভাগের সব শিক্ষার্থীরা একসঙ্গে এ ক্লাস করে। এরই ধারাবাহিকতায় নির্দিষ্ট সময়ের আগেই সব শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হয়। এর মাঝে হঠাৎ ক্লাসে ঢোকেন প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির। নতুন ভবনের দেয়ালে কে দাগ দিয়েছে বা লিখেছে তা জানতে চেয়ে হাত তুলতে বলেন। কিন্তু শিক্ষার্থীদের কেউ করেনি বা জানেনা বলে প্রধান শিক্ষককে জানায়। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে সবাইকে লাইনে দাঁড় করিয়ে এক এক করে সবাইকে বেত দিয়ে পেটাতে থাকেন।
এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকিরের মোবাইলে কল দেওয়া হলে তিনি জানান, তিনি একজন অসুস্থ রোগী দেখতে গিয়েছেন। এখন তিনি কথা বলতে পারবেন না। পরে কথা বলবেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম বলেন, ‘আমি সারা দিন অফিসে ছিলাম না। অফিসের কাজে বাইরে ছিলাম। এই বিষয়ে আমি কিছু জানি না। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
গাজীপুরের কাপাসিয়ার বিদ্যালয়ের নতুন ভবনের দেয়ালে ‘দাগ’ দেওয়ার অভিযোগে প্রায় ৮০ জন শিক্ষার্থীকে বেত দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা।
আজ রোববার দুপুরে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পেটানোর ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম ফাইজ উদ্দিন ফকির।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, রোববার বেলা ২টা ৪০ মিনিটে তাদের ইসলাম শিক্ষা ক্লাস ছিল। ক, খ ও গ বালক বিভাগের সব শিক্ষার্থীরা একসঙ্গে এ ক্লাস করে। এরই ধারাবাহিকতায় নির্দিষ্ট সময়ের আগেই সব শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হয়। এর মাঝে হঠাৎ ক্লাসে ঢোকেন প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির। নতুন ভবনের দেয়ালে কে দাগ দিয়েছে বা লিখেছে তা জানতে চেয়ে হাত তুলতে বলেন। কিন্তু শিক্ষার্থীদের কেউ করেনি বা জানেনা বলে প্রধান শিক্ষককে জানায়। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে সবাইকে লাইনে দাঁড় করিয়ে এক এক করে সবাইকে বেত দিয়ে পেটাতে থাকেন।
এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকিরের মোবাইলে কল দেওয়া হলে তিনি জানান, তিনি একজন অসুস্থ রোগী দেখতে গিয়েছেন। এখন তিনি কথা বলতে পারবেন না। পরে কথা বলবেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম বলেন, ‘আমি সারা দিন অফিসে ছিলাম না। অফিসের কাজে বাইরে ছিলাম। এই বিষয়ে আমি কিছু জানি না। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
আত্মসমর্পণকৃত বনদস্যুরা সুন্দরবনে তৎপর হওয়ার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন হয়েছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মৎস্যজীবীদের উদ্যোগে আজ সোমবার বেলা ১১টার দিকে শ্যামনগর প্রেস ক্লাবে এই কর্মসূচি পালিত হয়। সুন্দরবনে যাতায়াতকারী জেলে ও তাদের পরিবারের সদস্যসহ বিএনপি ও জামায়াত ইসলাম দলীয়
২ মিনিট আগেমানিকগঞ্জের দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
৭ মিনিট আগেমোস্তফা আমীনসহ আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই–বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
১৫ মিনিট আগেফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগে