ঢামেক প্রতিনিধি
রাজধানীর বনানী এলাকায় ট্রেনে কাটা পড়ে নুরে আলম সিদ্দিক (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বনানী মাছরাঙ্গা টেলিভিশন সেন্টার-সংলগ্ন বিপরীত পাশের রেললাইনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নুরে সিদ্দিক নওগাঁ জেলার বদলগাছী উপজেলার প্রধান কুণ্ডি গ্রামের আমিনুল ইসলামের (মৃত) ছেলে। গাজীপুরের টঙ্গীর ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, গত রাত ১০টার দিকে মাছরাঙা টিভি সেন্টারের বিপরীত পাশের রেললাইন থেকে ওই ছাত্রের মৃতদেহটি উদ্ধার করা হয়। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবু বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে নুরে সিদ্দিকের ভগ্নিপতি মো. ফরহাদ হোসেন জানান, টঙ্গীর ইন্টারন্যাশনাল নার্সিং কলেজে (ডিপ্লোমা নার্সিং) ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন নুর। এলাকায় একটি মেসে থাকতেন। গতকাল বিকেল ৪টার দিকে ঘুরতে যাওয়ার কথা বলে বের হন। বের হওয়ার আগে ব্যবহৃত মোবাইল ফোনের সিম কার্ডটি খুলে অন্য একটি ফোনে ভরে মেসে রেখে যান। রাতে পুলিশের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানতে পারেন।
আত্মহত্যাই যদি করে থাকেন, তাহলে এর পেছনে কী কারণ থাকতে পারে, সে ব্যাপারে কিছু বলতে পারেননি স্বজনেরা। দুই ভাইবোনের মধ্যে নুর সিদ্দিক ছিলেন সবার ছোট।
রাজধানীর বনানী এলাকায় ট্রেনে কাটা পড়ে নুরে আলম সিদ্দিক (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বনানী মাছরাঙ্গা টেলিভিশন সেন্টার-সংলগ্ন বিপরীত পাশের রেললাইনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নুরে সিদ্দিক নওগাঁ জেলার বদলগাছী উপজেলার প্রধান কুণ্ডি গ্রামের আমিনুল ইসলামের (মৃত) ছেলে। গাজীপুরের টঙ্গীর ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, গত রাত ১০টার দিকে মাছরাঙা টিভি সেন্টারের বিপরীত পাশের রেললাইন থেকে ওই ছাত্রের মৃতদেহটি উদ্ধার করা হয়। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবু বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে নুরে সিদ্দিকের ভগ্নিপতি মো. ফরহাদ হোসেন জানান, টঙ্গীর ইন্টারন্যাশনাল নার্সিং কলেজে (ডিপ্লোমা নার্সিং) ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন নুর। এলাকায় একটি মেসে থাকতেন। গতকাল বিকেল ৪টার দিকে ঘুরতে যাওয়ার কথা বলে বের হন। বের হওয়ার আগে ব্যবহৃত মোবাইল ফোনের সিম কার্ডটি খুলে অন্য একটি ফোনে ভরে মেসে রেখে যান। রাতে পুলিশের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানতে পারেন।
আত্মহত্যাই যদি করে থাকেন, তাহলে এর পেছনে কী কারণ থাকতে পারে, সে ব্যাপারে কিছু বলতে পারেননি স্বজনেরা। দুই ভাইবোনের মধ্যে নুর সিদ্দিক ছিলেন সবার ছোট।
ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞার ওপর স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এই সিদ্ধান্তে ব্যাটারিচালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবীরা। আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন...
১১ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর ও শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে এই হামলা, লুটপাটের ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ
১ ঘণ্টা আগেছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যপদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো মতিউর রহমান বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিট করেছিলেন। তবে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ এ আদেশ দেন।
১ ঘণ্টা আগেরোববার দিবাগত রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে।
২ ঘণ্টা আগে