নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর উত্তরায় চৈতি মজুমদার (২৫) নামের এক নারী টেক্সটাইল ইঞ্জিনিয়ারের আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক অভিষেক দাসকে (৩২) দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
ওই দিন উত্তরা পশ্চিম থানা-পুলিশ অভিষেক দাসকে আদালতে হাজির করে। তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ সোমবার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তরের উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নওশের।
গত রোববার চৈতী মজুমদার নামের ওই নারীর মৃত্যুর ঘটনায় তাঁর বাবা চিত্তরঞ্জন মজুমদার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।
মামলায় বলা হয়—চৈতি ও অভিষেক দাস প্রান্ত উভয়ে গত দুই মাস যাবৎ ৫ নম্বর সেক্টরের ওই বাসায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করে আসছিলেন। তখন তাদের মাঝে ঝগড়া বিবাদ হতো। বসবাসকালীন অভিষেক দাস চৈতিকে মানসিকভাবে নির্যাতনসহ আত্মহত্যার প্ররোচনা দিতেন। পরবর্তীতে শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে, চৈতি আত্মহত্যা করেন।
এ আগে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের সরকারি প্রকৌশলী মো. শাহিদুল ইসলামের বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে গত শনিবার (৮ জুন) বিকেল ৫টার দিকে চৈতির রহস্যজনক মৃত্যু হয়।
তিনি সাভারের জিরাবো এলাকার মিলেনিয়াম টেক্সটাইলস সাউদার্ন গার্মেন্টসে প্লানিং ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন।
এ ঘটনার পর পরই চৈতির প্রেমিক অভিষেক দাস প্রান্ত ও তার বন্ধু সাগরকে উত্তরার লুবানা হাসপাতাল থেকে আটক করে পুলিশ। মামলার পর অভিষেককে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
রাজধানীর উত্তরায় চৈতি মজুমদার (২৫) নামের এক নারী টেক্সটাইল ইঞ্জিনিয়ারের আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক অভিষেক দাসকে (৩২) দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
ওই দিন উত্তরা পশ্চিম থানা-পুলিশ অভিষেক দাসকে আদালতে হাজির করে। তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ সোমবার রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন দপ্তরের উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নওশের।
গত রোববার চৈতী মজুমদার নামের ওই নারীর মৃত্যুর ঘটনায় তাঁর বাবা চিত্তরঞ্জন মজুমদার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।
মামলায় বলা হয়—চৈতি ও অভিষেক দাস প্রান্ত উভয়ে গত দুই মাস যাবৎ ৫ নম্বর সেক্টরের ওই বাসায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করে আসছিলেন। তখন তাদের মাঝে ঝগড়া বিবাদ হতো। বসবাসকালীন অভিষেক দাস চৈতিকে মানসিকভাবে নির্যাতনসহ আত্মহত্যার প্ররোচনা দিতেন। পরবর্তীতে শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে, চৈতি আত্মহত্যা করেন।
এ আগে উত্তরা ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের সরকারি প্রকৌশলী মো. শাহিদুল ইসলামের বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে গত শনিবার (৮ জুন) বিকেল ৫টার দিকে চৈতির রহস্যজনক মৃত্যু হয়।
তিনি সাভারের জিরাবো এলাকার মিলেনিয়াম টেক্সটাইলস সাউদার্ন গার্মেন্টসে প্লানিং ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন।
এ ঘটনার পর পরই চৈতির প্রেমিক অভিষেক দাস প্রান্ত ও তার বন্ধু সাগরকে উত্তরার লুবানা হাসপাতাল থেকে আটক করে পুলিশ। মামলার পর অভিষেককে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
১৭ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
১৮ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
২০ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
২১ মিনিট আগে