Ajker Patrika

বিএনপির গ্রেপ্তার ১৩৪ নেতা কর্মী কারাগারে, ছাত্রদল নেতা ৩দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ২২: ৫৭
বিএনপির গ্রেপ্তার ১৩৪ নেতা কর্মী কারাগারে, ছাত্রদল নেতা ৩দিনের রিমান্ডে

রাজধানীর নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ ঘিরে গত বুধবার গ্রেপ্তার ১৩৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের একাধিক ম্যাজিস্ট্রেট পৃথক আদেশে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ছাড়া অস্ত্র আইনের মামলায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়া উদ্দীন বাসিতকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আদালতের প্রসিকিউশনের কার্যালয় থেকে জানা গেছে, রমনা থানার হোটেল মেরিনা ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে জিয়া উদ্দীন বাসিতকে অস্ত্রসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সংক্রান্তে অস্ত্র আইনে মামলা হয়।

তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডে আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রমনা-থানা এলাকা থেকে বিস্ফোরকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয় আরও ৫০ জনকে। তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী প্রত্যেককে কারাগারে পাঠাবে নির্দেশ দেন।

এ ছাড়া পল্লবীতে একজন, কাফরুলে দুজন, ওয়ারীতে ১১ জন, ক্যান্টনমেন্টে একজন, খিলক্ষেতে চারজন, নিউমার্কেটে একজন, মোহাম্মদপুরে একজন, শেরেবাংলা নগরে পাঁচজন, মিরপুরে সাতজন, বনানীতে ১৩ জন, গুলশানে আটজন, ভাটারায় তিনজন, চকবাজারে তিনজন, লালবাগে পাঁচজন, শ্যামপুরে পাঁচজন, কদমতলীতে চারজন, উত্তরা পূর্বে তিনজন, উত্তরা পশ্চিমে একজন, বিমানবন্দরে একজন, যাত্রাবাড়ীতে তিনজন ও ডেমরা থানার মামলায় দুজনকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানা পুলিশ। তাদেরকে বিভিন্ন পুরানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। অনেকের পক্ষে জামিনের আবেদন করা হয়। বিভিন্ন আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত