উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে এক পুলিশ কর্মকর্তার ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রলীগের সভাপতি মেদেহী হাসান শরীফ ও তাঁর কয়েকজন কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে গতকাল শনিবার রাতে আশকোনা থেকে রিমন মিয়া (২২) নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান।
এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তার নাম মঞ্জুরুল হক। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে ঢাকার মালিবাগে কর্মরত আছেন। অন্যদিকে এ মামলার আসামিরা হলেন, বিমানবন্দর থানা ছাত্রলীগের সভাপতি মেদেহী হাসান শরীফ, তাঁর সহযোগী ছাত্রলীগ কর্মী আব্দুল আলিম (৩০), রিমনসহ (২২) অজ্ঞাত আরও সাত-আটজন।
ঘটনার পর গতকাল শনিবার ওই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশকোনা এলাকায় মোটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে পুলিশ কর্মকর্তার সঙ্গে মেদেহী হাসান শরীফের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে শরীফকে ওই পুলিশ কর্মকর্তা তাঁর পরিচয় দিলেও তাঁর সহযোগী ছাত্রলীগ কর্মী আব্দুল আলিম (৩০), রিমনসহ (২২) অজ্ঞাত আরও সাত-আটজন তাঁর ওপর হামলা করেন। হামলাকালে তাঁদের সঙ্গে থাকা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে আহত করেন। পরে তিনি টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে চিকিৎসা নেন।
এদিকে অভিযোগের বিষয়ে বিমানবন্দর থানা ছাত্রলীগের সভাপতি মেদেহী হাসান শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই কমিউনিটি সেন্টারের সামনে বসে আমরা কিছু পোলাপান আড্ডা দিচ্ছিলাম। তখন একজন মোটরসাইকেল নিয়ে এসে আমাদের পাশেই রাখেন। তিনি (পুলিশ কর্মকর্তা) কে তা আমরা জানি না। আমাদেরকে পরিচয়ও দেয়নি। তিনি মোটরসাইকেল নিয়ে এসে রাখার সময় আমার শরীরে লাগিয়ে দেয়। পরে এক ছোট ভাই তাঁকে জিজ্ঞাসা করলে তর্ক-বিতর্ক শুরু হয়। তখন আরেকজন গিয়ে তাঁকে ধাক্কা দেয়। এ ছাড়া তাঁর সঙ্গে কিছুই হয়নি।’
এ বিষয়ে এসআই হাফিজুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় দক্ষিণখানের আশকোনার এলাকার কমিউনিটি সেন্টারের সামনে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) মঞ্জুরুল হকের (৩৯) ওপর ছাত্রলীগ নেতাদের হামলার ঘটনা ঘটে। গতকাল শনিবার (১৬ এপ্রিল) রাতে আশকোনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে রোববার আদালতে পাঠানো হয়েছে। তবে রিমান্ড মঞ্জুর হয়েছে কি না তা এখনো জানতে পারিনি।
এসআই আরও বলেন, এ ঘটনায় ওই কমিউনিটি সেন্টারের সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে। ফুটেজ দেখে পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
রাজধানীর দক্ষিণখানে এক পুলিশ কর্মকর্তার ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রলীগের সভাপতি মেদেহী হাসান শরীফ ও তাঁর কয়েকজন কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে গতকাল শনিবার রাতে আশকোনা থেকে রিমন মিয়া (২২) নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান।
এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তার নাম মঞ্জুরুল হক। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে ঢাকার মালিবাগে কর্মরত আছেন। অন্যদিকে এ মামলার আসামিরা হলেন, বিমানবন্দর থানা ছাত্রলীগের সভাপতি মেদেহী হাসান শরীফ, তাঁর সহযোগী ছাত্রলীগ কর্মী আব্দুল আলিম (৩০), রিমনসহ (২২) অজ্ঞাত আরও সাত-আটজন।
ঘটনার পর গতকাল শনিবার ওই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশকোনা এলাকায় মোটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে পুলিশ কর্মকর্তার সঙ্গে মেদেহী হাসান শরীফের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে শরীফকে ওই পুলিশ কর্মকর্তা তাঁর পরিচয় দিলেও তাঁর সহযোগী ছাত্রলীগ কর্মী আব্দুল আলিম (৩০), রিমনসহ (২২) অজ্ঞাত আরও সাত-আটজন তাঁর ওপর হামলা করেন। হামলাকালে তাঁদের সঙ্গে থাকা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে আহত করেন। পরে তিনি টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে চিকিৎসা নেন।
এদিকে অভিযোগের বিষয়ে বিমানবন্দর থানা ছাত্রলীগের সভাপতি মেদেহী হাসান শরীফ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই কমিউনিটি সেন্টারের সামনে বসে আমরা কিছু পোলাপান আড্ডা দিচ্ছিলাম। তখন একজন মোটরসাইকেল নিয়ে এসে আমাদের পাশেই রাখেন। তিনি (পুলিশ কর্মকর্তা) কে তা আমরা জানি না। আমাদেরকে পরিচয়ও দেয়নি। তিনি মোটরসাইকেল নিয়ে এসে রাখার সময় আমার শরীরে লাগিয়ে দেয়। পরে এক ছোট ভাই তাঁকে জিজ্ঞাসা করলে তর্ক-বিতর্ক শুরু হয়। তখন আরেকজন গিয়ে তাঁকে ধাক্কা দেয়। এ ছাড়া তাঁর সঙ্গে কিছুই হয়নি।’
এ বিষয়ে এসআই হাফিজুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় দক্ষিণখানের আশকোনার এলাকার কমিউনিটি সেন্টারের সামনে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সহকারী উপপরিদর্শক (এএসআই) মঞ্জুরুল হকের (৩৯) ওপর ছাত্রলীগ নেতাদের হামলার ঘটনা ঘটে। গতকাল শনিবার (১৬ এপ্রিল) রাতে আশকোনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে রোববার আদালতে পাঠানো হয়েছে। তবে রিমান্ড মঞ্জুর হয়েছে কি না তা এখনো জানতে পারিনি।
এসআই আরও বলেন, এ ঘটনায় ওই কমিউনিটি সেন্টারের সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে। ফুটেজ দেখে পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
১ ঘণ্টা আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
১ ঘণ্টা আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে