নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আছে। দুয়েক মধ্যে তাকে আজিমপুর শিশু নিবাসে দেওয়া হবে।
আজ শনিবার ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢামেক পরিচালক বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন কিছুটা ঠাণ্ডা-কাশি ছিল। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। এখন অনেকটাই সুস্থ। পুরোপুরি সুস্থ হলে আজিমপুর শিশুনিবাসে দেওয়া হবে।
আজ ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একজন নারী পুলিশ সদস্য শিশুটির পরিচর্যা করছেন। শিশুটিকে ফিডারে করে দুধ দিচ্ছেন তিনি।
শিশুটিকে পরিচর্যার দায়িত্বে থাকা নার্স জিনাত রেহানা বলেন, সকাল থেকে এই শিশুটিকে নিয়েই আছি। এক পুলিশ সদস্য আছেন। তার একার পক্ষে সম্ভব হয় না। তাই আমিও সাহায্য করছি। ঠাণ্ডা ছাড়া শিশুটির শারীরিক কোনো সমস্যা নেই। তবে একটু পরপর ক্ষুধায় কান্নাকাটি করছে। তবে পেট ভরা থাকলে আর কান্নাকাটি করে না।
এদিকে শিশুটিকে দত্তক নিতে পুলিশের কাছে আগ্রহ প্রকাশ করেছেন শতাধিক নিঃসন্তান দম্পতি।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর আজকের পত্রিকাকে বলেন, শিশুটিকে দত্তক নিতে শতাধিক পরিবার যোগাযোগ করেছে। আমরা যাচাই-বাছাই করে ভালো একটা পরিবারের কাছে তাকে দত্তক দেওয়ার কথা ভাবছি।
শিশুটির মায়ের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। বাচ্চাটাকে ফেরত নিতে তাদের তেমন আগ্রহ নেই। আমরাও জোর করে দিতে চাই না। জোর করে দিলে আবার কোথাও ফেলে যাবে। যদি তার মা আগ্রহ দেখিয়ে নিয়ে যেতে চান, আমরা দিয়ে দিবো।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আছে। দুয়েক মধ্যে তাকে আজিমপুর শিশু নিবাসে দেওয়া হবে।
আজ শনিবার ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢামেক পরিচালক বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন কিছুটা ঠাণ্ডা-কাশি ছিল। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। এখন অনেকটাই সুস্থ। পুরোপুরি সুস্থ হলে আজিমপুর শিশুনিবাসে দেওয়া হবে।
আজ ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একজন নারী পুলিশ সদস্য শিশুটির পরিচর্যা করছেন। শিশুটিকে ফিডারে করে দুধ দিচ্ছেন তিনি।
শিশুটিকে পরিচর্যার দায়িত্বে থাকা নার্স জিনাত রেহানা বলেন, সকাল থেকে এই শিশুটিকে নিয়েই আছি। এক পুলিশ সদস্য আছেন। তার একার পক্ষে সম্ভব হয় না। তাই আমিও সাহায্য করছি। ঠাণ্ডা ছাড়া শিশুটির শারীরিক কোনো সমস্যা নেই। তবে একটু পরপর ক্ষুধায় কান্নাকাটি করছে। তবে পেট ভরা থাকলে আর কান্নাকাটি করে না।
এদিকে শিশুটিকে দত্তক নিতে পুলিশের কাছে আগ্রহ প্রকাশ করেছেন শতাধিক নিঃসন্তান দম্পতি।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর আজকের পত্রিকাকে বলেন, শিশুটিকে দত্তক নিতে শতাধিক পরিবার যোগাযোগ করেছে। আমরা যাচাই-বাছাই করে ভালো একটা পরিবারের কাছে তাকে দত্তক দেওয়ার কথা ভাবছি।
শিশুটির মায়ের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। বাচ্চাটাকে ফেরত নিতে তাদের তেমন আগ্রহ নেই। আমরাও জোর করে দিতে চাই না। জোর করে দিলে আবার কোথাও ফেলে যাবে। যদি তার মা আগ্রহ দেখিয়ে নিয়ে যেতে চান, আমরা দিয়ে দিবো।
নরসিংদীর পলাশ উপজেলায় ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কামতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেচলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আজ রাত ১০টায় আহ্বান করা বৈঠকে যাচ্ছে না কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ।
১৩ মিনিট আগেবিএনপি যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ করবেন। এমন আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ওসি আহসান হাবিব। তিনি বলেন, ‘বিএনপি বৃহত্তর একটি দল। দল-মত-গ্রুপ থাকতেই পারে। দল যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ
২৩ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খবরে ডি
৩৭ মিনিট আগে