নিজস্ব প্রতিবেদক
আসন্ন রমজান উপলক্ষে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দ্বিতীয় ধাপে পণ্য বিক্রি শুরু করেছে। আজ সোমবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলাচলে নিষেধাজ্ঞা। গতকাল সন্ধ্যা থেকেই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।
এ পরিস্থিতিতে আজ সকাল থেকেই টিসিবি ট্রাক সেলে বাড়তি ভিড় লক্ষ্য করা গেছে।
রাজধানীর কল্যাণপুর, মিরপুর, শান্তিনগর, মৌচাক, রামপুরা, ফকিরাপুল বাজারে টিসিবির ট্রাক সেলের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা গেছে।
কল্যাণপুর বাজারে টিসিবির ট্রাক সেলে বিক্রি শুরু হয় সকাল ৯টায়। এর কিছুক্ষণ পর সেখানে শতাধিক মানুষ জড়ো হন।
টিসিবির ডিলাররা জানান, তারা আগে প্রতিদিন এক টন তেল বরাদ্দ পেতেন। সরকার চলাচলে নিষেধাজ্ঞা জারির পর ২০০ কেজি বেড়েছে। এছাড়া চিনির বরাদ্দ ১০০ কেজি বেড়ে ৮০০ কেজি এবং ৬০০ কেজি ডাল ও ৪০০ কেজি ছোলা পাচ্ছেন তারা।
আশরাফ আলি নামের এক ক্রেতা বলেন, বাজারে তেল চিনির দাম অনেক বেশি। এখানে কিছুটা কম মূল্যে কেনা যাচ্ছে। তবে অনেক মানুষ লাইনে দাঁড়িয়েছে। সবাই পণ্য পাবে কিনা সে চিন্তায় আছি।
টিসিবি যেসব পণ্য বিক্রি করে সেসবের মধ্যে তেল ও চিনির চাহিদা সবচেয়ে বেশি। এ কারণে ট্রাক সেল শুরুর অল্প সময়ের মধ্যে তেল ও চিনি ফুরিয়ে যায়। পণ্য না পেয়ে অনেকেই ফিরে যান।
এদিকে, দ্বিতীয় ধাপে পণ্যের দাম কিছুটা বাড়িয়েছে টিসিবি। এতে প্রতি কেজি তেলের দাম ১০ টাকা বেড়ে ১০০ টাকা হয়েছে। ডাল ও চিনির দাম ৫ টাকা আগেই বেড়েছে। আর নতুন করে প্রতি কেজি ছোলার দাম ৫৫ টাকা ও খেজুরের দাম ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে টিসিবির খেজুর এখনও বিক্রি শুরু হয়নি।
টিসিবি সূত্রে জানা গেছে, সারা দেশে বর্তমানে টিসিবির ৫০০টি ট্রাকসেলে পণ্য বিক্রি হচ্ছে। এর মধ্যে রাজধানীতেই ১০০টি ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। এসব পণ্য গত ১ এপ্রিল থেকে ই-কমার্সের মাধ্যমেও বিক্রি শুরু হয়েছে। শুক্রবার বাদে প্রতিদিনই টিসিবির বিক্রয় কার্যক্রম চলবে। অন্যদিকে ট্রাক সেল থেকে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা দরে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবে। এছাড়া ২ কেজি ছোলা ৫৫ টাকা দরে এবং রমজানের প্রথম দিন থেকে এক কেজি খেজুর ৮০ টাকা দরে পাবেন।
আসন্ন রমজান উপলক্ষে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দ্বিতীয় ধাপে পণ্য বিক্রি শুরু করেছে। আজ সোমবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলাচলে নিষেধাজ্ঞা। গতকাল সন্ধ্যা থেকেই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।
এ পরিস্থিতিতে আজ সকাল থেকেই টিসিবি ট্রাক সেলে বাড়তি ভিড় লক্ষ্য করা গেছে।
রাজধানীর কল্যাণপুর, মিরপুর, শান্তিনগর, মৌচাক, রামপুরা, ফকিরাপুল বাজারে টিসিবির ট্রাক সেলের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা গেছে।
কল্যাণপুর বাজারে টিসিবির ট্রাক সেলে বিক্রি শুরু হয় সকাল ৯টায়। এর কিছুক্ষণ পর সেখানে শতাধিক মানুষ জড়ো হন।
টিসিবির ডিলাররা জানান, তারা আগে প্রতিদিন এক টন তেল বরাদ্দ পেতেন। সরকার চলাচলে নিষেধাজ্ঞা জারির পর ২০০ কেজি বেড়েছে। এছাড়া চিনির বরাদ্দ ১০০ কেজি বেড়ে ৮০০ কেজি এবং ৬০০ কেজি ডাল ও ৪০০ কেজি ছোলা পাচ্ছেন তারা।
আশরাফ আলি নামের এক ক্রেতা বলেন, বাজারে তেল চিনির দাম অনেক বেশি। এখানে কিছুটা কম মূল্যে কেনা যাচ্ছে। তবে অনেক মানুষ লাইনে দাঁড়িয়েছে। সবাই পণ্য পাবে কিনা সে চিন্তায় আছি।
টিসিবি যেসব পণ্য বিক্রি করে সেসবের মধ্যে তেল ও চিনির চাহিদা সবচেয়ে বেশি। এ কারণে ট্রাক সেল শুরুর অল্প সময়ের মধ্যে তেল ও চিনি ফুরিয়ে যায়। পণ্য না পেয়ে অনেকেই ফিরে যান।
এদিকে, দ্বিতীয় ধাপে পণ্যের দাম কিছুটা বাড়িয়েছে টিসিবি। এতে প্রতি কেজি তেলের দাম ১০ টাকা বেড়ে ১০০ টাকা হয়েছে। ডাল ও চিনির দাম ৫ টাকা আগেই বেড়েছে। আর নতুন করে প্রতি কেজি ছোলার দাম ৫৫ টাকা ও খেজুরের দাম ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে টিসিবির খেজুর এখনও বিক্রি শুরু হয়নি।
টিসিবি সূত্রে জানা গেছে, সারা দেশে বর্তমানে টিসিবির ৫০০টি ট্রাকসেলে পণ্য বিক্রি হচ্ছে। এর মধ্যে রাজধানীতেই ১০০টি ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। এসব পণ্য গত ১ এপ্রিল থেকে ই-কমার্সের মাধ্যমেও বিক্রি শুরু হয়েছে। শুক্রবার বাদে প্রতিদিনই টিসিবির বিক্রয় কার্যক্রম চলবে। অন্যদিকে ট্রাক সেল থেকে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা দরে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবে। এছাড়া ২ কেজি ছোলা ৫৫ টাকা দরে এবং রমজানের প্রথম দিন থেকে এক কেজি খেজুর ৮০ টাকা দরে পাবেন।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ও গ্রাম পুলিশের সদস্যকে মারধর করা হয়েছে। স্থানীয় এক বিএনপি নেতার স্ত্রীর জন্ম নিবন্ধনে দেরি হওয়ায় দলীয় নেতা-কর্মীরা তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ উঠেছে।
৪১ মিনিট আগেপ্রতিবছরই আইনি সহায়তাপ্রত্যাশী নারীর সংখ্যা বাড়ছে। তবে এখনো অনেক নারী সহিংসতার শিকার হলেও মামলা করছেন না। সার্বিক পরিস্থিতির বিচারে সহিংসতার শিকার নারীদের বিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশ ও বিচারকসহ সবার সক্রিয় ভূমিকা প্রয়োজন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীতে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক আ
২ ঘণ্টা আগেঢাকার শাহবাগ থানা কিছুটা সরিয়ে সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। থানা সরিয়ে এর প্রবেশ মুখ উত্তর দিকে করা হবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের আ
২ ঘণ্টা আগেইসকন নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর।
৩ ঘণ্টা আগে