নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর তেজগাঁওয়ে গাঁজা বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তেজগাঁও থানার পুলিশ তেজকুনিপাড়ার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন আব্দুল আজিজ (২৮), মো. সাহিদুল ওরফে জাহিদুল ইসলাম (৩০) এবং মো. রমজান আলী (৪৫)। আজিজ ও জাহিদুল সম্পর্কে চাচা-ভাতিজা এবং রমজান ও আজিজ পরস্পর বেয়াই। তাঁরা বাদামের ঠোঙার মতো করেই এসব গাঁজা প্যাকেট করে বিক্রি করতেন বলে জানিয়েছে তেজগাঁও থানার পুলিশ।
আজ শুক্রবার দুপুরে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গ্রেপ্তার হওয়া তিনজনই তেজগাঁওয়ের চিহ্নিত মাদক বিক্রেতা। তাঁরা মূলত গাঁজা বিক্রি করেন। আজিজের বিরুদ্ধে ২৮টি, রমজানের বিরুদ্ধে ৭টি এবং জাহিদুলের বিরুদ্ধে ৬টি মামলা আছে। তাঁরা তেজকুনিপাড়ায় একটি ভাড়া বাসায় গোপনে গাঁজার ব্যবসা করতেন।
মোহাম্মদ মহসীন আরও জানান, গাঁজা ক্রেতা ও বিক্রেতার কাছে সেই বাসা ‘গাঁজার আড়ত’ নামে পরিচিত। তাঁরা এখানে বাদামের ঠোঙায় করেই গাঁজা বিক্রি করতেন। খুচরা বিক্রেতারাও তাঁদের কাছ থেকে গাঁজা কেনেন।
তেজগাঁও থানার ওসি আরও জানান, সাধারণত বাদাম বিক্রির আড়ালেই এসব গাঁজা বিক্রি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে সেই বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে আনুমানিক ২ কেজি ওজনের ১ হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
রাজধানীর তেজগাঁওয়ে গাঁজা বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তেজগাঁও থানার পুলিশ তেজকুনিপাড়ার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১ হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন আব্দুল আজিজ (২৮), মো. সাহিদুল ওরফে জাহিদুল ইসলাম (৩০) এবং মো. রমজান আলী (৪৫)। আজিজ ও জাহিদুল সম্পর্কে চাচা-ভাতিজা এবং রমজান ও আজিজ পরস্পর বেয়াই। তাঁরা বাদামের ঠোঙার মতো করেই এসব গাঁজা প্যাকেট করে বিক্রি করতেন বলে জানিয়েছে তেজগাঁও থানার পুলিশ।
আজ শুক্রবার দুপুরে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গ্রেপ্তার হওয়া তিনজনই তেজগাঁওয়ের চিহ্নিত মাদক বিক্রেতা। তাঁরা মূলত গাঁজা বিক্রি করেন। আজিজের বিরুদ্ধে ২৮টি, রমজানের বিরুদ্ধে ৭টি এবং জাহিদুলের বিরুদ্ধে ৬টি মামলা আছে। তাঁরা তেজকুনিপাড়ায় একটি ভাড়া বাসায় গোপনে গাঁজার ব্যবসা করতেন।
মোহাম্মদ মহসীন আরও জানান, গাঁজা ক্রেতা ও বিক্রেতার কাছে সেই বাসা ‘গাঁজার আড়ত’ নামে পরিচিত। তাঁরা এখানে বাদামের ঠোঙায় করেই গাঁজা বিক্রি করতেন। খুচরা বিক্রেতারাও তাঁদের কাছ থেকে গাঁজা কেনেন।
তেজগাঁও থানার ওসি আরও জানান, সাধারণত বাদাম বিক্রির আড়ালেই এসব গাঁজা বিক্রি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে সেই বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে আনুমানিক ২ কেজি ওজনের ১ হাজার পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের সঙ্গে ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি। তবে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে
১৯ মিনিট আগেচট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিকেলে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নগরীর জামালখানে তাঁর অনুসারীরা জড়ো হতে থাকেন।
২৪ মিনিট আগেঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে লটারির মাধ্যমে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৮ মিনিট আগেরাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
৪২ মিনিট আগে