রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের প্রাণহানি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মে ২০২৪, ০৮: ৪৯
Thumbnail image

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে তীব্র ঝোড়ো হাওয়া বইছে। সঙ্গে একটানা বৃষ্টি চলছে। এর মধ্যে বিদ্যুতায়িত হয়ে পৃথক স্থানে দুই জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন, মরিয়ম বেগম (৪৫) ও রাকিব (২৫)। 

তাঁদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।   

সোমবার (২৭ মে) রাতে রাজধানীর খিলগাঁও ও রামপুর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া রাত সাড়ে ১২টায় সেলফোনে জানান, বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া দুই জনের মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে। 

খিলগাঁও থানার ডিউটি অফিসার বলেন, রাত সাড়ে ৮টার দিকে মেরাদিয়া জামতলা এলাকায় বাসা থেকে বের হয়ে রাস্তায় এলে মরিয়ম নামের এক নারী বিদুৎস্পৃষ্টে মারা যান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। 

এদিকে রামপুরা থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) ওয়ালিউল্লাহ বলেন, রাকিব নামের এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে জানতে পেরেছি।  রাত ১১টার দিকে তালতলা এলাকায় এ ঘটনা ঘটেছে। তাঁর লাশ ঢাকা মেডিকেলে রয়েছে। খবর পেয়ে থানা থেকে একটি টিম মেডিকেলের উদ্দেশে রওনা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত