সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার পশ্চিম দেওভোগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তরিকুল ইসলাম (৪০) শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি দেওভোগ গ্রামের আবদুল মান্না ব্যাপারীর ছেলে।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শ্রীনগর থানার পরিদর্শক তদন্ত আজাদ রহমান। তিনি বলেন, গত শুক্রবার আসামি তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার পরে তরিকুলসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত ছিল। গতকাল রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তরিকুল নিজের বাড়িতে অবস্থান করছেন। সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তরিকুল বর্তমানে শ্রীনগর থানা হাজতে রয়েছেন।
একটি মারামারির ঘটনায় গত ১৯ নভেম্বর শ্রীনগর থানায় দায়ের করা মামলায় তরিকুল ইসলামকে আসামি করা হয়। মামলায় গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই দিন রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রায় ২০০ নেতা-কর্মী থানা প্রাঙ্গণে জড়ো হন। সেখানে তাঁরা বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে রাত ১০টার দিকে ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’সহ বিভিন্ন স্লোগান দিয়ে জোর করে আসামি তরিকুলকে ছিনিয়ে নিয়ে যান তাঁরা।
তরিকুলকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পেশিশক্তি দেখিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল শনিবার সন্ধ্যায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তরিকুল ইসলামের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন:
মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার পশ্চিম দেওভোগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তরিকুল ইসলাম (৪০) শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি দেওভোগ গ্রামের আবদুল মান্না ব্যাপারীর ছেলে।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন শ্রীনগর থানার পরিদর্শক তদন্ত আজাদ রহমান। তিনি বলেন, গত শুক্রবার আসামি তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার পরে তরিকুলসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত ছিল। গতকাল রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তরিকুল নিজের বাড়িতে অবস্থান করছেন। সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তরিকুল বর্তমানে শ্রীনগর থানা হাজতে রয়েছেন।
একটি মারামারির ঘটনায় গত ১৯ নভেম্বর শ্রীনগর থানায় দায়ের করা মামলায় তরিকুল ইসলামকে আসামি করা হয়। মামলায় গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই দিন রাতে বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রায় ২০০ নেতা-কর্মী থানা প্রাঙ্গণে জড়ো হন। সেখানে তাঁরা বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে রাত ১০টার দিকে ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’সহ বিভিন্ন স্লোগান দিয়ে জোর করে আসামি তরিকুলকে ছিনিয়ে নিয়ে যান তাঁরা।
তরিকুলকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পেশিশক্তি দেখিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে গতকাল শনিবার সন্ধ্যায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তরিকুল ইসলামের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন:
পশ্চিম শিবরামপুর কোম্পানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত কিশোরী দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এই ঘটনায় পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
২ মিনিট আগেপিস্তল–গুলিসহ বাগেরহাটের রামপালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার কালীগঞ্জ বাজারের একটি রাইস মিল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে এক রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। আজ (শনিবার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
২ মিনিট আগেজনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।
৫ মিনিট আগেখুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের সুবিধাবঞ্চিত নারীদের জীবনে পরিবর্তনের আশা জাগাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের উদ্যোগ ‘প্রজেক্ট সমৃদ্ধি’। পুরোনো কাপড় আর পাটের সৃজনশীল ব্যবহারের মাধ্যমে শুধু পরিবেশবান্ধব পণ্য তৈরি নয় নারীদের স্বাবলম্বী করার পথ দেখাচ্ছে। পাশাপাশি, শিশুদের সৃজনশীল
৫ মিনিট আগে