নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আজ সোমবার বিকেলে তেঁতুলতলা মাঠে নাগরিক সমাবেশে এই ঘোষণা দেন বক্তারা।
স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘তেঁতুলতলা মাঠটি উন্মুক্ত স্থান ও মাঠ হিসেবে রাখতে হবে এবং মাঠে থানা স্থাপনের চলমান সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। মাঠে থানা বা অন্য কোন স্থাপনা হবে না। ঈদের বন্ধে মাঠটিকে যেন দেয়াল দিয়ে ঘেরাও করা না হয়। তেঁতুলতলা খেলার মাঠ, উন্মুক্ত স্থান। এটা রক্ষায় দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী তৎপর এটা প্রত্যাশা করি। এবারের ঈদের জামাত এলাকাবাসীকে নিয়ে আমরা তেঁতুলতলা মাঠে করবো। এই ব্যবস্থাপনা করার জন্য কলাবাগান থানা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’
মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, ‘এলাকাবাসীকে ধন্যবাদ দিতে চাই, এই আন্দোলন গড়ে তোলার জন্য। সরকার যখন থানা ভবন করার জন্য মাঠ দখল করতে এসেছেন, আপনারা সেটাকে না করেছেন। রত্না আপাকে আমি স্যালুট জানাই, ওনার ত্যাগের জন্য। তেঁতুলতলা মাঠ থানা করার মতো জায়গা না। এটা পুলিশ অন্যায়ভাবে দখল করার চেষ্টা করছে। অবকাঠামো নির্মাণ করার জন্য আনা রড সিমেন্ট আগামী কালকের মধ্যে পুলিশকে গুটিয়ে ফেলতে হবে। পুলিশ যদি না করে আমরা গুটিয়ে ফেলব।’
বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি। যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চায়, আইনের কথা বলতে চায়, তাঁদের নানাভাবে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। রত্না ও তাঁর সন্তানকে অযৌক্তিকভাবে আটক করা হয়েছে, মুচলেকা নেওয়া হয়েছে বেআইনিভাবে। খেলার মাঠ থাকবে। গতকালের (রোববার) ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। এই ঘটনা যাতে আর না ঘটে সেজন্য পদক্ষেপ নিতে হবে। সরকার যদি পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের জন্য আইনের পথ খোলা রয়েছে।’
নাগরিক সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন স্থপতি মোবাশ্বের হোসেন, উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন প্রমুখ।
সমাবেশের আয়োজক সংস্থা গুলো হচ্ছে এএলআরডি, বাপা, বেলা, আসক, ব্লাস্ট, গ্রিন ভয়েস, নিজেরা করি, নাগরিক উদ্যোগ, নারী পক্ষ, বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও টিআইবি।
এই সম্পর্কিত পড়ুন:
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আজ সোমবার বিকেলে তেঁতুলতলা মাঠে নাগরিক সমাবেশে এই ঘোষণা দেন বক্তারা।
স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘তেঁতুলতলা মাঠটি উন্মুক্ত স্থান ও মাঠ হিসেবে রাখতে হবে এবং মাঠে থানা স্থাপনের চলমান সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। মাঠে থানা বা অন্য কোন স্থাপনা হবে না। ঈদের বন্ধে মাঠটিকে যেন দেয়াল দিয়ে ঘেরাও করা না হয়। তেঁতুলতলা খেলার মাঠ, উন্মুক্ত স্থান। এটা রক্ষায় দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী তৎপর এটা প্রত্যাশা করি। এবারের ঈদের জামাত এলাকাবাসীকে নিয়ে আমরা তেঁতুলতলা মাঠে করবো। এই ব্যবস্থাপনা করার জন্য কলাবাগান থানা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।’
মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, ‘এলাকাবাসীকে ধন্যবাদ দিতে চাই, এই আন্দোলন গড়ে তোলার জন্য। সরকার যখন থানা ভবন করার জন্য মাঠ দখল করতে এসেছেন, আপনারা সেটাকে না করেছেন। রত্না আপাকে আমি স্যালুট জানাই, ওনার ত্যাগের জন্য। তেঁতুলতলা মাঠ থানা করার মতো জায়গা না। এটা পুলিশ অন্যায়ভাবে দখল করার চেষ্টা করছে। অবকাঠামো নির্মাণ করার জন্য আনা রড সিমেন্ট আগামী কালকের মধ্যে পুলিশকে গুটিয়ে ফেলতে হবে। পুলিশ যদি না করে আমরা গুটিয়ে ফেলব।’
বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা পরিবেশ নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি। যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চায়, আইনের কথা বলতে চায়, তাঁদের নানাভাবে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। রত্না ও তাঁর সন্তানকে অযৌক্তিকভাবে আটক করা হয়েছে, মুচলেকা নেওয়া হয়েছে বেআইনিভাবে। খেলার মাঠ থাকবে। গতকালের (রোববার) ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। এই ঘটনা যাতে আর না ঘটে সেজন্য পদক্ষেপ নিতে হবে। সরকার যদি পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের জন্য আইনের পথ খোলা রয়েছে।’
নাগরিক সমাবেশে সংহতি জানিয়ে আরও উপস্থিত ছিলেন স্থপতি মোবাশ্বের হোসেন, উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন প্রমুখ।
সমাবেশের আয়োজক সংস্থা গুলো হচ্ছে এএলআরডি, বাপা, বেলা, আসক, ব্লাস্ট, গ্রিন ভয়েস, নিজেরা করি, নাগরিক উদ্যোগ, নারী পক্ষ, বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও টিআইবি।
এই সম্পর্কিত পড়ুন:
বরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
২ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
৭ মিনিট আগেপদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
২৪ মিনিট আগেকুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় গোমতী নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার ভোররাত ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান চালান।
৩২ মিনিট আগে