ফেলানী হত্যার ১৪ বছর: আন্তর্জাতিক আদালতে বিচার চান মা

­আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০০: ৪৪
Thumbnail image
ফেলানী হত্যার ছবি হাতে ফেলানীর মা-বাবা। ছবি: আজকের পত্রিকা

‘আগে যে সরকার ছিল, তারা অনেক আশা দিছে। আমার মেয়ে হত্যার বিচার করবে, আমাদের পরিবারের ভরণপোষণ দেবে, বাচ্চাকাচ্চা পড়াশোনা করলে চাকরি দেবে। কিন্তু আইজ পর্যন্ত সরকারের একজন লোকও আসে নাই, মেয়ে হত্যার বিচারটাও পাই নাই। এখন তো নতুন সরকার আসল। এখন যদি বিচারের ব্যবস্থাটা করে। আমি চাই, এই সরকার যেন আন্তর্জাতিক আদালতে ফেলানী হত্যার বিচারের ব্যবস্থা করে। এটাই এই সরকারের কাছে আমার দাবি।’

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কুড়িগ্রামের সীমান্তে কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের ১৪ বছর পূর্তিতে বিচার চেয়ে এভাবেই দাবি জানান ফেলানীর মা জাহানারা বেগম। ন্যায়বিচার নিয়ে হতাশার তলানিতে পৌঁছেও নতুন সরকারের কাছে প্রত্যাশা নিয়ে এমন আশা পোষণ করেন তিনি।

পরিবারের অভাব এবং নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে জাহানারা বেগম বলেন, ‘প্রতিবছর মৃত্যুবার্ষিকী আসলে টিএনওর কাছে যাই, ডিসির কাছে যাই। কিন্তু দুই বছর থেকে কোনো সাহায্য পাই না। আমার বাচ্চাগুলাকে কষ্ট করে পড়াশোনা করাইছি। কিন্তু চাকরি নাই। সরকার যেন আমার ছেলের জন্য একটা চাকরির ব্যবস্থা করে। ছোট চাকরি হলেও যেন দেয়। তাহলে অন্তত জীবনের বাকি দিনগুলা আমরা বাঁচতে পারব।’

২০১১ সালের এই দিনে (৭ জানুয়ারি) কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন কুড়িগ্রামের কিশোরী ফেলানী। এই দীর্ঘ সময়েও মেয়ে হত্যার বিচার না পেয়ে প্রতিনিয়ত হতাশা ও আক্ষেপ প্রকাশ করে চলেছেন নিহত এই কিশোরীর বাবা-মা। তাঁদের প্রশ্ন, একটি প্রমাণিত হত্যাকাণ্ডের বিচার পেতে আর কত দিন লাগবে? তাঁরা উভয় দেশের সরকারের কাছে দ্রুত বিচার দাবি করেছেন।

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া অতিক্রম করার সময় বিএসএফের গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন ১৪ বছরের কিশোরী ফেলানী খাতুন। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর রক্তাক্ত মৃতদেহ। দেশ-বিদেশে বিভিন্ন গণমাধ্যমসহ মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারতের ‘সীমান্ত নীতি’। আন্তর্জাতিক চাপের মুখে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষের ‘বিচারের’ ব্যবস্থা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানী হত্যা মামলার বিচার শুরু হয়। বিএসএফের এই কোর্টে সাক্ষ্য দেন ফেলানীর বাবা নূরুল ইসলাম ও মামা হানিফ। ওই বছরের ৬ সেপ্টেম্বর আসামি অমিয় ঘোষকে খালাস দেয় বিএসএফের বিশেষ কোর্ট। পরে রায় প্রত্যাখ্যান করে পুনরায় বিচারের দাবি জানান ফেলানীর বাবা। ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর পুনরায় শুরু হলে ১৭ নভেম্বর আবারও আদালতে সাক্ষ্য দেন ফেলানীর বাবা।

২০১৫ সালের ২ জুলাই এই আদালত আবারও ফেলানী হত্যার আত্মস্বীকৃত আসামি অমিয় ঘোষকে খালাস দেন। দুই দফা অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে খালাস দেওয়ান রায় প্রত্যাখ্যান করে ২০১৫ সালে ভারতীয় সুপ্রিম কোর্টে যৌথ রিট আবেদন করেন ফেলানীর বাবা নুরুল ইসলাম এবং ভারতের প্রখ্যাত মানবাধিকারকর্মী কিরিটি রায়। কিন্তু একের পর এক তারিখ পিছিয়ে আজও সেই রিটের নিষ্পত্তি হয়নি।

সর্বশেষ আজ ৭ জানুয়ারি সেই রিটের শুনানি হওয়ার কথা থাকলেও আবারও তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৯ জানুয়ারি শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ফেলানীর পরিবারকে আইনি পরামর্শ দেওয়াসহ ফেলানীর বাবার সঙ্গে ভারতে একাধিকবার সহযাত্রী হওয়া কুড়িগ্রামের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও একুশে পদকপ্রাপ্ত মানবাধিকারকর্মী এস এম আব্রাহাম লিংকন।

ভারতীয় মানবাধিকারকর্মী কিরিটি রায়ের বরাতে তিনি বলেন, ‘আবার তারিখ পিছিয়েছে। কার্যতালিকায় নতুন তারিখ ২৯ জানুয়ারি। আমি মনে করি, ভারতীয় উচ্চ আদালত রিটটির শুনানি নিয়ে ন্যায়বিচার করবেন। ফেলানীর পরিবার ন্যায়বিচার পেলে কারও জয় বা পরাজয় হবে না। সেটা মানবাধিকারের বিজয় হবে।’

‘অমিয় ঘোষ আত্মস্বীকৃত খুনি। সে বলেছে, তার গুলিতে মারা গেছে। খুনিকে সাজা দেওয়াই ন্যায়বিচার, খালাস ন্যায়বিচার নয়। আমরা বিএসএফের আদালতে ন্যায়বিচার পাইনি। ভারতের উচ্চ আদালতের গ্রহণযোগ্যতা বিশ্বজুড়ে রয়েছে। তাঁরা যদি ন্যায়বিচার করেন, তাতে ভারতের রাষ্ট্রীয় আইনের সুরক্ষা হবে। সীমান্ত ব্যবস্থাপনায় ভারতীয় নাগরিকদের জন্য সেটা সুরক্ষা দেবে। সেটা মানবতার বিজয় হবে, কারও পরাজয়ের প্রশ্ন আসবে না। মানবাধিকার সংরক্ষিত হবে। তাদের সীমান্তরক্ষী বাহিনী জবাবদিহির আওতায় আসবে। ট্রিগার ফ্রি থাকবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ নিয়ে প্রশ্ন তুললেন বীণা সিক্রি

ছড়িয়ে পড়ছে এইচএমপিভি ভাইরাস, লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধ জানুন

ওবায়দুল কাদের–শেখ হেলাল পালিয়েছেন যশোর যুবদল নেতার সহযোগিতায়, দাবি সাবেক নেতার

এইচএসসি পরীক্ষা শুরু জুনের শেষ সপ্তাহে

আবুল খায়ের গ্রুপে চাকরি, শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত