বগুড়া প্রতিনিধি
বগুড়া শহরের সাতমাথায় জাসদ-সমর্থিত জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা, ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। হামলায় সংগঠনের সাবেক সভাপতি শাহ আলম খোকন আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের অভিযুক্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রমিকদের তথ্য অনুযায়ী, বগুড়া জেলা জাসদ কার্যালয়ে জাতীয় শ্রমিক জোটের অধীনে হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাদ্যযন্ত্রসহ নাচ-গানের আয়োজন করা হয়েছিল। এ সময় জেলা জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোমিনের নেতৃত্বে একটি মিছিল এসে অনুষ্ঠানস্থলে হামলা চালায়।
হামলাকারীরা খাবার ফেলে দিয়ে ভাঙচুর করে এবং আশপাশের দোকানের বেঞ্চ জড়ো করে অগ্নিসংযোগ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। হামলার সময় সংগঠনের সাবেক সভাপতি শাহ আলম খোকনকে মারধর করা হয়। পাশাপাশি স্থানীয় রায়হানের চা-দোকানও ভেঙে ফেলা হয়। হামলার পর তারা মিছিল করে নিজেদের কার্যালয়ে ফিরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জাসদ-সমর্থিত হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রায়হান বলেন, ‘আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। হঠাৎ জেলা জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোমিন তাঁর সমর্থকদের নিয়ে হামলা চালিয়ে আমাদের অনুষ্ঠান পণ্ড করে দেন। তারা খাবার নষ্ট করে, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।’
অন্যদিকে, জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোমিন বলেন, ‘আমি আগে জাসদ শ্রমিক জোটের কেন্দ্রীয় নেতা ছিলাম। তবে এখন তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হামলার অভিযোগ সঠিক নয়।’
বগুড়া সদর থানার ওসি মঈনুদ্দীন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া শহরের সাতমাথায় জাসদ-সমর্থিত জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা, ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। হামলায় সংগঠনের সাবেক সভাপতি শাহ আলম খোকন আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের অভিযুক্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রমিকদের তথ্য অনুযায়ী, বগুড়া জেলা জাসদ কার্যালয়ে জাতীয় শ্রমিক জোটের অধীনে হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাদ্যযন্ত্রসহ নাচ-গানের আয়োজন করা হয়েছিল। এ সময় জেলা জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোমিনের নেতৃত্বে একটি মিছিল এসে অনুষ্ঠানস্থলে হামলা চালায়।
হামলাকারীরা খাবার ফেলে দিয়ে ভাঙচুর করে এবং আশপাশের দোকানের বেঞ্চ জড়ো করে অগ্নিসংযোগ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। হামলার সময় সংগঠনের সাবেক সভাপতি শাহ আলম খোকনকে মারধর করা হয়। পাশাপাশি স্থানীয় রায়হানের চা-দোকানও ভেঙে ফেলা হয়। হামলার পর তারা মিছিল করে নিজেদের কার্যালয়ে ফিরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জাসদ-সমর্থিত হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রায়হান বলেন, ‘আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। হঠাৎ জেলা জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোমিন তাঁর সমর্থকদের নিয়ে হামলা চালিয়ে আমাদের অনুষ্ঠান পণ্ড করে দেন। তারা খাবার নষ্ট করে, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।’
অন্যদিকে, জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোমিন বলেন, ‘আমি আগে জাসদ শ্রমিক জোটের কেন্দ্রীয় নেতা ছিলাম। তবে এখন তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হামলার অভিযোগ সঠিক নয়।’
বগুড়া সদর থানার ওসি মঈনুদ্দীন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি জায়গা দখল করে নির্মিত ১২টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের চারিপাড়া এলাকার কুমিল্লা-মিরপুর সড়কের পাশে জেলা প্রশাসনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
১৭ মিনিট আগেদিনাজপুরের নবাবগঞ্জে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত আশিকুল ইসলামের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নরহরিপুর গ্রামের নিজ পারিবারিক কবরস্থান থেকে আশিকুলের লাশ তোলা হয়।
২৩ মিনিট আগেপুব আকাশে উঁকি দিয়েছে সূর্য। ভোরের আলো ফুটতেই একের পর এক টাটকা সবজি বহনকারী ইঞ্জিনচালিত নৌকা ভিড়তে শুরু করেছে গাজীপুরের শ্রীপুরের শীতলক্ষ্যা নদীর তীরে। সাড়ে ৪০০ বছরের প্রাচীন বরমী বাজার ঘাট এটি। যেখানে দুই ঘণ্টায় বিক্রি হয় কয়েক লাখ টাকার শাকসবজি।
৩২ মিনিট আগেরাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের নিচ থেকে আটটি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমানসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ বুধবার ভোরে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ঢাকা, রাজধানী, পরিবেশ, বন্য প্রাণী, যাত্রাবাড়ী
৩৮ মিনিট আগে