Ajker Patrika

হামলা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রীর ভাই মৃদুল কারাগারে

মেহেরপুর প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১২: ৩৮
মেহেরপুরে সাবেক জনপ্রশাসনমন্ত্রীর ভাই মৃদুল কারাগারে। ছবি: আজকের পত্রিকা
মেহেরপুরে সাবেক জনপ্রশাসনমন্ত্রীর ভাই মৃদুল কারাগারে। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরে ছাত্র আন্দোলনে হামলা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য়-এর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এর আগে সরফরাজ হোসেন তাঁর ব্যবসায়িক পার্টনার দেবাশীষ বাগচীর দায়ের করা চেক ডিজঅনার মামলায় আদালতে হাজিরা দেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতা-কর্মী দেশি ও বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালান।

এ ঘটনায় গত ২৮ আগস্ট শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে মামলাটি মেহেরপুর সদর থানায় নথিভুক্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত