নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিভিন্ন গার্মেন্টসে শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এ ছাড়া গার্মেন্টস শ্রমিকদের বেতন মাসের ৭ তারিখের মধ্যে প্রদানের দাবিও জানিয়েছে তারা। কোনো গার্মেন্টসে রানা প্লাজা বা তাজরীনের মতো ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা।
সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘গার্মেন্টস শিল্পে অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য শ্রমিকদের জীবন দিতে হয়। এর জন্য গার্মেন্টস মালিকেরা দায়ী। মালিকদের জিজ্ঞাসা করতে চাই, রানা প্লাজায় কেন আমাদের ১ হাজার ১৩৮ জন শ্রমিক ভাইবোনের জীবন দিতে হলো। তাঁরা তো কাজ করতে এসেছিলেন। কিন্তু তাঁরা আজকে নাই কেন? বায়ারদের জিজ্ঞেস করতে চাই তারা অর্ডার দেওয়ার আগে রানা প্লাজার বিল্ডিং নিরাপদ কি না, তা দেখল না কেন।’
রানা প্লাজাসহ সব গার্মেন্টস মালিকের সঙ্গে সরকারের যোগাযোগ আছে, তাই শ্রমিক হত্যা বা অনিয়ম নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় না জানিয়ে আমিরুল হক বলেন, ‘মালিকদের অব্যবস্থাপনার কারণে হাজার হাজার শ্রমিকের মৃত্যু হয়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। রানা প্লাজার মালিককে শ্রমিক হত্যার দায়ে কেন ফাঁসিতে ঝোলানো হলো না? কারণ এসব গার্মেন্টস মালিকের সঙ্গে সরকারের যোগাযোগ আছে।’
গার্মেন্টস শ্রমিকদের সব বকেয়া পাওনাসহ প্রত্যেক মাসের মজুরি মাসের ৭ তারিখের মধ্যে পরিষদ করতে হবে জানিয়ে বক্তারা সমাবেশে আরও জানান, গার্মেন্টস বাংলাদেশের প্রধানতম শিল্প। এখানে লক্ষ লক্ষ শ্রমিক-কর্মী কাজ করেন। তাঁদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে না পারলে এই শিল্পের যথাযথ বিকাশ ঘটানো সম্ভব না।
সমাবেশ আরও বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আরিফা আক্তার, রফিকুল ইসলাম রফিক, নাসিমা আক্তার, মো. কবির হোসেন, মিসেস ইসরাত জাহান ইলা, মো. ফরিদুল ইসলাম, মো. রবিউল ইসলাম, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ প্রমুখ।
বিভিন্ন গার্মেন্টসে শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এ ছাড়া গার্মেন্টস শ্রমিকদের বেতন মাসের ৭ তারিখের মধ্যে প্রদানের দাবিও জানিয়েছে তারা। কোনো গার্মেন্টসে রানা প্লাজা বা তাজরীনের মতো ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানান তারা।
সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘গার্মেন্টস শিল্পে অনিয়ম ও অব্যবস্থাপনার জন্য শ্রমিকদের জীবন দিতে হয়। এর জন্য গার্মেন্টস মালিকেরা দায়ী। মালিকদের জিজ্ঞাসা করতে চাই, রানা প্লাজায় কেন আমাদের ১ হাজার ১৩৮ জন শ্রমিক ভাইবোনের জীবন দিতে হলো। তাঁরা তো কাজ করতে এসেছিলেন। কিন্তু তাঁরা আজকে নাই কেন? বায়ারদের জিজ্ঞেস করতে চাই তারা অর্ডার দেওয়ার আগে রানা প্লাজার বিল্ডিং নিরাপদ কি না, তা দেখল না কেন।’
রানা প্লাজাসহ সব গার্মেন্টস মালিকের সঙ্গে সরকারের যোগাযোগ আছে, তাই শ্রমিক হত্যা বা অনিয়ম নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় না জানিয়ে আমিরুল হক বলেন, ‘মালিকদের অব্যবস্থাপনার কারণে হাজার হাজার শ্রমিকের মৃত্যু হয়। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। রানা প্লাজার মালিককে শ্রমিক হত্যার দায়ে কেন ফাঁসিতে ঝোলানো হলো না? কারণ এসব গার্মেন্টস মালিকের সঙ্গে সরকারের যোগাযোগ আছে।’
গার্মেন্টস শ্রমিকদের সব বকেয়া পাওনাসহ প্রত্যেক মাসের মজুরি মাসের ৭ তারিখের মধ্যে পরিষদ করতে হবে জানিয়ে বক্তারা সমাবেশে আরও জানান, গার্মেন্টস বাংলাদেশের প্রধানতম শিল্প। এখানে লক্ষ লক্ষ শ্রমিক-কর্মী কাজ করেন। তাঁদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে না পারলে এই শিল্পের যথাযথ বিকাশ ঘটানো সম্ভব না।
সমাবেশ আরও বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আরিফা আক্তার, রফিকুল ইসলাম রফিক, নাসিমা আক্তার, মো. কবির হোসেন, মিসেস ইসরাত জাহান ইলা, মো. ফরিদুল ইসলাম, মো. রবিউল ইসলাম, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ প্রমুখ।
ফেসবুকে আওয়ামী লীগের ভিডিও শেয়ার দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত দেলোয়ার হোসেন ওরফে বগা (৩৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
১৭ মিনিট আগেরাজশাহীতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। আলেম, ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহীর ব্যানারে আজ সোমবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়।
২৬ মিনিট আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূকে হত্যা মামলায় স্বামী হীরা চৌধুরীকে (৩৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
২৯ মিনিট আগেখুলনার খালিশপুরে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩১ মিনিট আগে