জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। আজ মঙ্গলবার তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে অভিযুক্ত নেতা–কর্মীদের প্রটোকল নিয়েই তাঁদের ঘুরতে দেখা যায়।
মেয়াদোত্তীর্ণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইনের বিরুদ্ধে মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব টেন্ডার সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক আকতার হোসাইনের নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
আজ বিকেল ৪টায় কেন্দ্রীয় ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটির দুই সদস্য—ছাত্রলীগের সহসভাপতি তাহসান আহমেদ রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল বারী—জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরেজমিনে তদন্ত করতে আসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাঁদের প্রটোকল দিয়ে নিয়ে যান শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য তাহসান আহমেদ রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ক্যাম্পাসে এসেছি। তাঁদের বারবার বলেছি যেন আমাদের সঙ্গে না আসে। তবে কেউ যদি এসে আমাদের সালাম দেয়, সঙ্গে থাকার চেষ্টা করে তাহলে আমরা তো আর গায়ে হাত দিতে পারি না! আমরা সর্বোচ্চ বলতে পারি তোমরা সরে যাও, আমাদের আশপাশে থেকো না। তাদের যতটুকু বুঝিয়ে বলা যায় আমরা ততটুকু চেষ্টা করেছি। তবে একটা পর্যায়ে যখন আমরা ভিসির রুমে যাই তখন তাদের সরাসরি না করে দিই যে আমাদের সঙ্গে তোমরা কেউ আসবে না।’
গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের লক্ষ্যে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। সাত দিনের মধ্যে সরেজমিনে তদন্ত করে ছাত্রলীগের দপ্তর সেলে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্তে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। আজ মঙ্গলবার তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে অভিযুক্ত নেতা–কর্মীদের প্রটোকল নিয়েই তাঁদের ঘুরতে দেখা যায়।
মেয়াদোত্তীর্ণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইনের বিরুদ্ধে মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব টেন্ডার সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক আকতার হোসাইনের নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
আজ বিকেল ৪টায় কেন্দ্রীয় ছাত্রলীগের গঠিত তদন্ত কমিটির দুই সদস্য—ছাত্রলীগের সহসভাপতি তাহসান আহমেদ রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল বারী—জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরেজমিনে তদন্ত করতে আসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাঁদের প্রটোকল দিয়ে নিয়ে যান শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য তাহসান আহমেদ রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ক্যাম্পাসে এসেছি। তাঁদের বারবার বলেছি যেন আমাদের সঙ্গে না আসে। তবে কেউ যদি এসে আমাদের সালাম দেয়, সঙ্গে থাকার চেষ্টা করে তাহলে আমরা তো আর গায়ে হাত দিতে পারি না! আমরা সর্বোচ্চ বলতে পারি তোমরা সরে যাও, আমাদের আশপাশে থেকো না। তাদের যতটুকু বুঝিয়ে বলা যায় আমরা ততটুকু চেষ্টা করেছি। তবে একটা পর্যায়ে যখন আমরা ভিসির রুমে যাই তখন তাদের সরাসরি না করে দিই যে আমাদের সঙ্গে তোমরা কেউ আসবে না।’
গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের লক্ষ্যে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। সাত দিনের মধ্যে সরেজমিনে তদন্ত করে ছাত্রলীগের দপ্তর সেলে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে