নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কক্সবাজার থেকে ঢাকায় চিকিৎসা নিতে এসে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকার বসুন্ধরা এলাকায় এই ঘটনাটি ঘটে। দগ্ধরা হচ্ছেন রোগী রক্সি আক্তার (২০), তাঁর বাবা আব্দুল মান্নান (৫০), বোন ফুতু আক্তার (১৮) ও ছেলে আয়ান (৩)।
জানা যায়, কক্সবাজারের মহেশখালী থেকে চিকিৎসার জন্য ঢাকায় এসে বসুন্ধরা আবাসিক এলাকার পাশে ভাড়া করা বাসায় ওঠে, এসি বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।
তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন আহামেদ মোস্তফা। তিনি বলেন, আব্দুল মান্নানের বাড়ি কক্সবাজারের মহেশখালী। তার বড় মেয়ে রক্সি আক্তার ব্রেইন টিউমারে আক্রান্ত। বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। গত ৬ জুন সেখানে তার অপারেশন হয়। হাসপাতালের পাশে বসুন্ধরার এ-ব্লকে পরিবারটি একটা বাসায় সাবলেট ভাড়া নেয়। সেখানে থাকতেন তারা। গত সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায়। রুমে এসি চালানো ছিল। পরে আবার বিদ্যুৎ চলে আসলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে আশপাশের লোকজন তাদের কে উদ্ধার করে, প্রথমে তাদের এভার কেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, তাদের চিকিৎসা চলছে।
দগ্ধদের মধ্যে রক্সির শরীরের ৫৫ শতাংশ, আয়ান ৭০ শতাংশ, ফুতুর ৫৫ শতাংশ, ও আব্দুল মান্নান এর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সকলের অবস্থা আশংকাজনক।
কক্সবাজার থেকে ঢাকায় চিকিৎসা নিতে এসে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকার বসুন্ধরা এলাকায় এই ঘটনাটি ঘটে। দগ্ধরা হচ্ছেন রোগী রক্সি আক্তার (২০), তাঁর বাবা আব্দুল মান্নান (৫০), বোন ফুতু আক্তার (১৮) ও ছেলে আয়ান (৩)।
জানা যায়, কক্সবাজারের মহেশখালী থেকে চিকিৎসার জন্য ঢাকায় এসে বসুন্ধরা আবাসিক এলাকার পাশে ভাড়া করা বাসায় ওঠে, এসি বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।
তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন আহামেদ মোস্তফা। তিনি বলেন, আব্দুল মান্নানের বাড়ি কক্সবাজারের মহেশখালী। তার বড় মেয়ে রক্সি আক্তার ব্রেইন টিউমারে আক্রান্ত। বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। গত ৬ জুন সেখানে তার অপারেশন হয়। হাসপাতালের পাশে বসুন্ধরার এ-ব্লকে পরিবারটি একটা বাসায় সাবলেট ভাড়া নেয়। সেখানে থাকতেন তারা। গত সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায়। রুমে এসি চালানো ছিল। পরে আবার বিদ্যুৎ চলে আসলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে আশপাশের লোকজন তাদের কে উদ্ধার করে, প্রথমে তাদের এভার কেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, তাদের চিকিৎসা চলছে।
দগ্ধদের মধ্যে রক্সির শরীরের ৫৫ শতাংশ, আয়ান ৭০ শতাংশ, ফুতুর ৫৫ শতাংশ, ও আব্দুল মান্নান এর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সকলের অবস্থা আশংকাজনক।
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
২২ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
৩ ঘণ্টা আগে