নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কক্সবাজার থেকে ঢাকায় চিকিৎসা নিতে এসে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকার বসুন্ধরা এলাকায় এই ঘটনাটি ঘটে। দগ্ধরা হচ্ছেন রোগী রক্সি আক্তার (২০), তাঁর বাবা আব্দুল মান্নান (৫০), বোন ফুতু আক্তার (১৮) ও ছেলে আয়ান (৩)।
জানা যায়, কক্সবাজারের মহেশখালী থেকে চিকিৎসার জন্য ঢাকায় এসে বসুন্ধরা আবাসিক এলাকার পাশে ভাড়া করা বাসায় ওঠে, এসি বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।
তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন আহামেদ মোস্তফা। তিনি বলেন, আব্দুল মান্নানের বাড়ি কক্সবাজারের মহেশখালী। তার বড় মেয়ে রক্সি আক্তার ব্রেইন টিউমারে আক্রান্ত। বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। গত ৬ জুন সেখানে তার অপারেশন হয়। হাসপাতালের পাশে বসুন্ধরার এ-ব্লকে পরিবারটি একটা বাসায় সাবলেট ভাড়া নেয়। সেখানে থাকতেন তারা। গত সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায়। রুমে এসি চালানো ছিল। পরে আবার বিদ্যুৎ চলে আসলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে আশপাশের লোকজন তাদের কে উদ্ধার করে, প্রথমে তাদের এভার কেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, তাদের চিকিৎসা চলছে।
দগ্ধদের মধ্যে রক্সির শরীরের ৫৫ শতাংশ, আয়ান ৭০ শতাংশ, ফুতুর ৫৫ শতাংশ, ও আব্দুল মান্নান এর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সকলের অবস্থা আশংকাজনক।
কক্সবাজার থেকে ঢাকায় চিকিৎসা নিতে এসে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকার বসুন্ধরা এলাকায় এই ঘটনাটি ঘটে। দগ্ধরা হচ্ছেন রোগী রক্সি আক্তার (২০), তাঁর বাবা আব্দুল মান্নান (৫০), বোন ফুতু আক্তার (১৮) ও ছেলে আয়ান (৩)।
জানা যায়, কক্সবাজারের মহেশখালী থেকে চিকিৎসার জন্য ঢাকায় এসে বসুন্ধরা আবাসিক এলাকার পাশে ভাড়া করা বাসায় ওঠে, এসি বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।
তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন আহামেদ মোস্তফা। তিনি বলেন, আব্দুল মান্নানের বাড়ি কক্সবাজারের মহেশখালী। তার বড় মেয়ে রক্সি আক্তার ব্রেইন টিউমারে আক্রান্ত। বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। গত ৬ জুন সেখানে তার অপারেশন হয়। হাসপাতালের পাশে বসুন্ধরার এ-ব্লকে পরিবারটি একটা বাসায় সাবলেট ভাড়া নেয়। সেখানে থাকতেন তারা। গত সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ চলে যায়। রুমে এসি চালানো ছিল। পরে আবার বিদ্যুৎ চলে আসলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে আশপাশের লোকজন তাদের কে উদ্ধার করে, প্রথমে তাদের এভার কেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, তাদের চিকিৎসা চলছে।
দগ্ধদের মধ্যে রক্সির শরীরের ৫৫ শতাংশ, আয়ান ৭০ শতাংশ, ফুতুর ৫৫ শতাংশ, ও আব্দুল মান্নান এর ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সকলের অবস্থা আশংকাজনক।
সিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৬ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
৯ মিনিট আগেকিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ছোট ভাই আ. করিম মোল্লা।
২২ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে কৃষক স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে রাজধানীর হাজী ক্যাম্প রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে