উত্তরা (ঢাকা) প্রতিনিধি
পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে সাভারের আশুলিয়ায় যাচ্ছিল ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা ভর্তি গাড়ি। গাড়িতে ছিল পাঁচজন। ১০ থেকে ১২ জন ছিনতাইকারী তাদের চড়-থাপ্পড় দিয়ে টাকা ভর্তি গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়।
ডিএমপির তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিউল্লাহ আজকের পত্রিকাকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
এর আগে তুরাগের ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজের ওপরে বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই গাড়িতে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, টাকাগুলো ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ছিল। মিরপুর ডিওএইচএস থেকে সাভারের আশুলিয়া নিয়ে যাচ্ছিল মানি প্ল্যান্ট সিকিউরিটি এজেন্সি।
এক প্রশ্নের জবাবে পরিদর্শক শফিউল্লাহ বলেন, ‘ওরা (ছিনতাইকারী) ১০-১২ জন ছিল। আর টাকাসহ গাড়িতে ৫ জন ছিল। পরে ছিনতাইকারীরা পাঁচজনকে চড় থাপ্পড় দিয়ে গাড়িসহ টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর টাকার গাড়িটি ফেলে দিয়ে যায়।’
এর আগে তুরাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জাহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘তুরাগ থানার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজের ওপরে এটিএম বুথের টাকা ভর্তি গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তুরাগ থানায় একটি অভিযোগ হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রাইসুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৭টা ১০ থেকে ১৫ এর মধ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল।’
এক প্রশ্নের জবাবে এসি রাইসুল ইসলাম বলেন, ‘ওই গাড়িতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্ত করতে কিছুটা সময় লাগছে।’
পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে সাভারের আশুলিয়ায় যাচ্ছিল ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা ভর্তি গাড়ি। গাড়িতে ছিল পাঁচজন। ১০ থেকে ১২ জন ছিনতাইকারী তাদের চড়-থাপ্পড় দিয়ে টাকা ভর্তি গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়।
ডিএমপির তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিউল্লাহ আজকের পত্রিকাকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
এর আগে তুরাগের ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজের ওপরে বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই গাড়িতে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, টাকাগুলো ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ছিল। মিরপুর ডিওএইচএস থেকে সাভারের আশুলিয়া নিয়ে যাচ্ছিল মানি প্ল্যান্ট সিকিউরিটি এজেন্সি।
এক প্রশ্নের জবাবে পরিদর্শক শফিউল্লাহ বলেন, ‘ওরা (ছিনতাইকারী) ১০-১২ জন ছিল। আর টাকাসহ গাড়িতে ৫ জন ছিল। পরে ছিনতাইকারীরা পাঁচজনকে চড় থাপ্পড় দিয়ে গাড়িসহ টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর টাকার গাড়িটি ফেলে দিয়ে যায়।’
এর আগে তুরাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জাহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘তুরাগ থানার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজের ওপরে এটিএম বুথের টাকা ভর্তি গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তুরাগ থানায় একটি অভিযোগ হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
উত্তরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রাইসুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৭টা ১০ থেকে ১৫ এর মধ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল।’
এক প্রশ্নের জবাবে এসি রাইসুল ইসলাম বলেন, ‘ওই গাড়িতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্ত করতে কিছুটা সময় লাগছে।’
ব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
৭ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
১৮ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১ ঘণ্টা আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগে