টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে বাড়িতে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ড হয়।
মৃত ওই শিশুর নাম মিরাজ (৭)। তার বাবার নাম খুরশিদ আলম। মিরাজ ওই এলাকার একটি ভাড়া বাসায় মা-বাবা ও দাদির সঙ্গে থাকত।
টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মিরাজের বাবা খুরশিদ আলম একজন রিকশাচালক। মঙ্গলবার রাতে শিশু মিরাজ রাতের খাবার শেষে দাদির সঙ্গে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই কক্ষে তালা মেরে বাইরে যান তার দাদি। পরে হঠাৎ সেখানে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি ওই কক্ষে আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে মারা যায়। । খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘মঙ্গলবার রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দগ্ধ হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুর লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’
টঙ্গী পূর্ব থানার পুলিশের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে বাড়িতে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ড হয়।
মৃত ওই শিশুর নাম মিরাজ (৭)। তার বাবার নাম খুরশিদ আলম। মিরাজ ওই এলাকার একটি ভাড়া বাসায় মা-বাবা ও দাদির সঙ্গে থাকত।
টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মিরাজের বাবা খুরশিদ আলম একজন রিকশাচালক। মঙ্গলবার রাতে শিশু মিরাজ রাতের খাবার শেষে দাদির সঙ্গে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই কক্ষে তালা মেরে বাইরে যান তার দাদি। পরে হঠাৎ সেখানে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি ওই কক্ষে আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে মারা যায়। । খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘মঙ্গলবার রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দগ্ধ হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুর লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’
টঙ্গী পূর্ব থানার পুলিশের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে হামলার ঘটনায় তিন মুসল্লির মৃত্যুর জেরে সাদপন্থীদের বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। মহাসড়কের কয়েক পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিচ্ছে শত শত মুসল্লি। তাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
১ মিনিট আগেনোটারি পাবলিকের হলফনামায় সাক্ষী হিসেবে ছিলেন মহসিন আলম মোহনের মা ফাতেমা বেগম, বোন সাহানা আক্তার ও আত্মীয় খলিলুর রহমান। ছিদ্দিকুর রহমানের জ্যেষ্ঠ ছেলে মহসিন আলম মোহন। নোটারি পাবলিক কার্যালয় চাঁদপুরের আইনজীবী এ কে এম লোকমান হোসাইনের মাধ্যমে ছেলেকে ত্যাজ্য করেন তিনি।
৩৫ মিনিট আগেপঞ্চগড়ে আজ বুধবার সকালে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সকাল থেকে সূর্যের মিললেও ছিল না উত্তাপ। সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন একে এম রাকিব এবং সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি। রাকিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর রায়হান একই শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী...
১ ঘণ্টা আগে