টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে বাড়িতে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ড হয়।
মৃত ওই শিশুর নাম মিরাজ (৭)। তার বাবার নাম খুরশিদ আলম। মিরাজ ওই এলাকার একটি ভাড়া বাসায় মা-বাবা ও দাদির সঙ্গে থাকত।
টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মিরাজের বাবা খুরশিদ আলম একজন রিকশাচালক। মঙ্গলবার রাতে শিশু মিরাজ রাতের খাবার শেষে দাদির সঙ্গে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই কক্ষে তালা মেরে বাইরে যান তার দাদি। পরে হঠাৎ সেখানে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি ওই কক্ষে আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে মারা যায়। । খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘মঙ্গলবার রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দগ্ধ হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুর লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’
টঙ্গী পূর্ব থানার পুলিশের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে বাড়িতে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ড হয়।
মৃত ওই শিশুর নাম মিরাজ (৭)। তার বাবার নাম খুরশিদ আলম। মিরাজ ওই এলাকার একটি ভাড়া বাসায় মা-বাবা ও দাদির সঙ্গে থাকত।
টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মিরাজের বাবা খুরশিদ আলম একজন রিকশাচালক। মঙ্গলবার রাতে শিশু মিরাজ রাতের খাবার শেষে দাদির সঙ্গে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওই কক্ষে তালা মেরে বাইরে যান তার দাদি। পরে হঠাৎ সেখানে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি ওই কক্ষে আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে মারা যায়। । খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘মঙ্গলবার রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দগ্ধ হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুর লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’
টঙ্গী পূর্ব থানার পুলিশের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।
কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনঞ্জুর কাদের ভূঁইয়াকে প্রত্যাহার করে পুলিশের চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। গতকাল রোববার রাত ৮টার দিকে এই আদেশ জারি করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ।
২ মিনিট আগেনিষিদ্ধ ব্রাহমা গরু বিক্রি করে আলোচিত সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অর্থপাচার মামলায় রাজধানীর মোহাম্মদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে।
৬ মিনিট আগেপ্রায় চার বছর আগে রাজধানীর শাহ আলী থানায় দায়ের করা মাদক মামলায় ইশরাত রফিক ওরফে চিকিৎসক ঈশিতাকে খালাস দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ ও বিশেষ দায়রা আদালতের বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় দেন
১২ মিনিট আগেসুনামগঞ্জের শান্তিগঞ্জে থানার পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত দলের কুখ্যাত সর্দার মর্তুজ আলীসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
২৭ মিনিট আগে