নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ রোববার মামলায় পক্ষে ও বিপক্ষে উভয়ের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার পর ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা রায়ের তারিখ ধার্য করেন।
আদালতে ড. ইউনূসসহ চারজনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ ও অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান।
অন্যদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বরত চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।
গত বৃহস্পতিবার ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মামলার আইনগত বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। এদিন যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় আজ ২৪ ডিসেম্বর পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়।
ড. ইউনূসের আইনজীবী আজ শুনানিতে তাঁকে সম্মানজনকভাবে খালাস দেওয়ার আরজি জানান। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন আদালতকে বলেন, সাক্ষীরা অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, এই মামলায় কোম্পানিকে আসামি করা হয়নি। ব্যক্তিকে আসামি করা হয়েছে, যেটা সম্পূর্ণ হয়রানিমূলক।
গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেও তিনি কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত নন।
আইনজীবী আরও বলেন, এগুলো হচ্ছে সিভিল অপরাধ। তারপরও ক্রিমিনাল অফেন্স আনা হয়েছে। হয়রানি মূলকভাবে যাঁরা অভিযোগ এনেছেন তাঁদের শাস্তি দাবি করেন ড. ইউনূসের আইনজীবী।
অন্যদিকে কলকারখানা প্রতিষ্ঠান আইনের পক্ষে আইনজীবীরা অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
গত ১৬ নভেম্বর এই মামলায় যুক্তিতর্ক শুনানি শুরু হয়। এর আগে ৯ নভেম্বর ড. ইউনূসসহ চারজন আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন।
গত ৬ জুন এই মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনকে চ্যালেঞ্জ করে ড. ইউনূসের পক্ষে হাইকোর্টে আবেদন জানালে হাইকোর্ট ওই আবেদন খারিজ করেন। পরে আপিল বিভাগও হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের নামে এ মামলা করেন।
অভিযোগ গঠনের পর এই মামলা বাতিলের জন্য ড. ইউনূস হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট ওই আবেদন খারিজ করার পর আপিল বিভাগে গেলেও হাইকোর্টের নির্দেশ বহাল থাকে। পরে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
ড. ইউনূস ছাড়াও এ মামলার অপর তিন আসামি হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।
বেলা ১১টা থেকে যুক্তিতর্ক শুনানি শুরু হয়। সন্ধ্যার পরও এক দফা শুনানি হয়। তারপর আদালত রায়ের তারিখ ধার্য করেন।
আদালতে শুনানি শেষ হওয়ার পরে ড. ইউনূস সাংবাদিকদের বলেন, ‘মামলায় সাক্ষ্য প্রমাণ হয়েছে, যুক্তিতর্ক শুনানি শেষ হলো, এখন রায়ের জন্য অপেক্ষা করছি, দেখা যাক কী হয়।’
ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আইনগতভাবে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। আইন যদি অনুসরণ করা হয় পৃথিবীর কোনো শক্তি নেই এই মামলায় অভিযুক্তদের শাস্তি দিতে পারে।’
আইনজীবী আরও বলেন, ‘এই মামলার সাক্ষীরা বলেছেন অভিযোগের সঙ্গে ড. ইউনুসের সংশ্লিষ্টতা নেই। কোম্পানিকে আসামি না করে ব্যক্তিকে আসামি করা হয়েছে। কোম্পানির বোর্ডে ১২-১৩ জন পরিচালক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়নি। অথচ ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুধুমাত্র সম্মানহানি করার জন্য একটা চক্রান্তে এই মামলা দায়ের করা হয়েছে।’
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ১ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ রোববার মামলায় পক্ষে ও বিপক্ষে উভয়ের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার পর ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা রায়ের তারিখ ধার্য করেন।
আদালতে ড. ইউনূসসহ চারজনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ ও অ্যাডভোকেট এস এম মিজানুর রহমান।
অন্যদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বরত চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।
গত বৃহস্পতিবার ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন মামলার আইনগত বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। এদিন যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় আজ ২৪ ডিসেম্বর পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করা হয়।
ড. ইউনূসের আইনজীবী আজ শুনানিতে তাঁকে সম্মানজনকভাবে খালাস দেওয়ার আরজি জানান। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন আদালতকে বলেন, সাক্ষীরা অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, এই মামলায় কোম্পানিকে আসামি করা হয়নি। ব্যক্তিকে আসামি করা হয়েছে, যেটা সম্পূর্ণ হয়রানিমূলক।
গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেও তিনি কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত নন।
আইনজীবী আরও বলেন, এগুলো হচ্ছে সিভিল অপরাধ। তারপরও ক্রিমিনাল অফেন্স আনা হয়েছে। হয়রানি মূলকভাবে যাঁরা অভিযোগ এনেছেন তাঁদের শাস্তি দাবি করেন ড. ইউনূসের আইনজীবী।
অন্যদিকে কলকারখানা প্রতিষ্ঠান আইনের পক্ষে আইনজীবীরা অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
গত ১৬ নভেম্বর এই মামলায় যুক্তিতর্ক শুনানি শুরু হয়। এর আগে ৯ নভেম্বর ড. ইউনূসসহ চারজন আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন।
গত ৬ জুন এই মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনকে চ্যালেঞ্জ করে ড. ইউনূসের পক্ষে হাইকোর্টে আবেদন জানালে হাইকোর্ট ওই আবেদন খারিজ করেন। পরে আপিল বিভাগও হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের নামে এ মামলা করেন।
অভিযোগ গঠনের পর এই মামলা বাতিলের জন্য ড. ইউনূস হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট ওই আবেদন খারিজ করার পর আপিল বিভাগে গেলেও হাইকোর্টের নির্দেশ বহাল থাকে। পরে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
ড. ইউনূস ছাড়াও এ মামলার অপর তিন আসামি হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।
বেলা ১১টা থেকে যুক্তিতর্ক শুনানি শুরু হয়। সন্ধ্যার পরও এক দফা শুনানি হয়। তারপর আদালত রায়ের তারিখ ধার্য করেন।
আদালতে শুনানি শেষ হওয়ার পরে ড. ইউনূস সাংবাদিকদের বলেন, ‘মামলায় সাক্ষ্য প্রমাণ হয়েছে, যুক্তিতর্ক শুনানি শেষ হলো, এখন রায়ের জন্য অপেক্ষা করছি, দেখা যাক কী হয়।’
ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আইনগতভাবে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। আইন যদি অনুসরণ করা হয় পৃথিবীর কোনো শক্তি নেই এই মামলায় অভিযুক্তদের শাস্তি দিতে পারে।’
আইনজীবী আরও বলেন, ‘এই মামলার সাক্ষীরা বলেছেন অভিযোগের সঙ্গে ড. ইউনুসের সংশ্লিষ্টতা নেই। কোম্পানিকে আসামি না করে ব্যক্তিকে আসামি করা হয়েছে। কোম্পানির বোর্ডে ১২-১৩ জন পরিচালক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়নি। অথচ ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুধুমাত্র সম্মানহানি করার জন্য একটা চক্রান্তে এই মামলা দায়ের করা হয়েছে।’
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
৯ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেপার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
১ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে