বিএফইউজের নির্বাচনের বাধা কাটলো 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। বিএফইউজের নির্বাচনে মহাসচিব পদ প্রার্থী দীপ আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। 

রোববার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন। এর ফলে বিএফইউজের নির্বাচন অনুষ্ঠিত হতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠেয় বিএফইউজের নির্বাচন গত ২৮ সেপ্টেম্বর দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিএফইউজের ভোটার তালিকা থেকে বাদ পড়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ফেরদৌসের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। একই সঙ্গে মোহাম্মদ হাসান ফেরদৌসকে কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। পরে ৬ অক্টোবর হাইকোর্টের দেওয়া আদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করেন দীপ আজাদ। 

গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনে ৩৪টি মনোনয়নপত্র জমা পড়ে, যার মধ্যে একটি মনোনয়নপত্র বাতিল করে ৩৩ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত