নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর জলকামান ও লাঠিচার্জ করেছে পুলিশ। তৃতীয় ধাপে বাদ পড়া এসব শিক্ষক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ মারমুখী হয়ে ওঠে। এতে অন্তত পাঁচজন শিক্ষক আহত হয়েছেন।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা দীর্ঘদিন ধরে দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। বারবার আশ্বাসের পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তাঁরা আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেন। তবে কদম ফোয়ারা মোড়ে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
শিক্ষকদের মিছিলটি কদম ফোয়ারার কাছাকাছি পৌঁছালে তাঁদের বাধা দিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এত মানুষের একসঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার সুযোগ নেই। তাঁরা চাইলে কয়েকজন প্রতিনিধি পাঠাতে পারেন। শিক্ষকেরা এতে রাজি হননি।
পরে তাঁরা বাধা উপেক্ষা করে এগোতে চাইলে পুলিশ প্রথমে জলকামান থেকে গরম পানি ছোড়ে। কিন্তু শিক্ষকেরা পিছু না হটলে পুলিশ লাঠিচার্জ করে। এতে অন্তত পাঁচজন শিক্ষক আহত হন।
এর আগে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ফিরোজ উদ্দিন বলেন, বৈষম্যের শিকার হচ্ছে সারা দেশের তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া চলমান যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। গত ৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো চিঠির দ্রুত বাস্তবায়নের দাবিতে গত ১৬ ফেব্রুয়ারি থেকে আমরা অবস্থান করছি। ২০১৩ সালে সারা বাংলাদেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেও সমযোগ্যতা থাকার পরেও শুধু রাজনৈতিক প্রতিহিংসা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সারা বাংলাদেশের চলমান যোগ্য ৪ হাজারের অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ে যায়। এর সঙ্গে ৮ লক্ষাধিক শিক্ষার্থী তাদের মৌলিক অধিকার হতে বঞ্চিত হয়েছে।
তিনি আরও বলেন, ২০১৫ সাল থেকে আমরা জাতীয়করণের দাবিতে আন্দোলন করছি। ২০১৮ সালে ১৮ দিন, ২০১৯ সালে ৫৬ দিন, ২০২৪ সালের ১০ ও ১১ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২০২৫ সালের ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। ২৫-২৭ জানুয়ারির আন্দোলনের ফলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়। আমরা এর দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের এডিসি মীর আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকদের আমরা অনেকবার বুঝিয়েছিলাম, আমাদের ডিসি মহোদয় ছিলেন। তাঁদের বলা হয়েছে, তাঁরা একটি প্রতিনিধি দল ঠিক করবেন, তাঁদের মূল বার্তা স্মারকলিপি আকারে মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হবে। তাঁরা এটাতে রাজি হয়েছিলেন। তারপর কথা ছিল তাঁরা মোড় পর্যন্ত যাবেন, আবার ঘুরে আসবেন। কিন্তু আপনারা দেখেছেন, তাঁরা রাস্তা অবরোধ করে রেখেছিলেন, যান চলাচল আটকে রেখেছিলেন। অনেকবার বলার পরও তাঁরা কথা শোনেননি। যেহেতু রমজান মাস, রাস্তা ব্লক থাকায় অনেকের কষ্ট হচ্ছিল। তখন তাঁদের আস্তে আস্তে ঠেলে আমরা রাস্তার পাশে সরিয়ে দিই। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা পানি নিক্ষেপ করেছি।’
আরও খবর পড়ুন:
জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর জলকামান ও লাঠিচার্জ করেছে পুলিশ। তৃতীয় ধাপে বাদ পড়া এসব শিক্ষক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ মারমুখী হয়ে ওঠে। এতে অন্তত পাঁচজন শিক্ষক আহত হয়েছেন।
আজ বুধবার দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা দীর্ঘদিন ধরে দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। বারবার আশ্বাসের পরও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তাঁরা আজ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেন। তবে কদম ফোয়ারা মোড়ে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
শিক্ষকদের মিছিলটি কদম ফোয়ারার কাছাকাছি পৌঁছালে তাঁদের বাধা দিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এত মানুষের একসঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার সুযোগ নেই। তাঁরা চাইলে কয়েকজন প্রতিনিধি পাঠাতে পারেন। শিক্ষকেরা এতে রাজি হননি।
পরে তাঁরা বাধা উপেক্ষা করে এগোতে চাইলে পুলিশ প্রথমে জলকামান থেকে গরম পানি ছোড়ে। কিন্তু শিক্ষকেরা পিছু না হটলে পুলিশ লাঠিচার্জ করে। এতে অন্তত পাঁচজন শিক্ষক আহত হন।
এর আগে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ফিরোজ উদ্দিন বলেন, বৈষম্যের শিকার হচ্ছে সারা দেশের তৃতীয় ধাপে জাতীয়করণ থেকে বাদ পড়া চলমান যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। গত ৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো চিঠির দ্রুত বাস্তবায়নের দাবিতে গত ১৬ ফেব্রুয়ারি থেকে আমরা অবস্থান করছি। ২০১৩ সালে সারা বাংলাদেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেও সমযোগ্যতা থাকার পরেও শুধু রাজনৈতিক প্রতিহিংসা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে সারা বাংলাদেশের চলমান যোগ্য ৪ হাজারের অধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ে যায়। এর সঙ্গে ৮ লক্ষাধিক শিক্ষার্থী তাদের মৌলিক অধিকার হতে বঞ্চিত হয়েছে।
তিনি আরও বলেন, ২০১৫ সাল থেকে আমরা জাতীয়করণের দাবিতে আন্দোলন করছি। ২০১৮ সালে ১৮ দিন, ২০১৯ সালে ৫৬ দিন, ২০২৪ সালের ১০ ও ১১ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২০২৫ সালের ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। ২৫-২৭ জানুয়ারির আন্দোলনের ফলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়। আমরা এর দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের এডিসি মীর আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষকদের আমরা অনেকবার বুঝিয়েছিলাম, আমাদের ডিসি মহোদয় ছিলেন। তাঁদের বলা হয়েছে, তাঁরা একটি প্রতিনিধি দল ঠিক করবেন, তাঁদের মূল বার্তা স্মারকলিপি আকারে মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়া হবে। তাঁরা এটাতে রাজি হয়েছিলেন। তারপর কথা ছিল তাঁরা মোড় পর্যন্ত যাবেন, আবার ঘুরে আসবেন। কিন্তু আপনারা দেখেছেন, তাঁরা রাস্তা অবরোধ করে রেখেছিলেন, যান চলাচল আটকে রেখেছিলেন। অনেকবার বলার পরও তাঁরা কথা শোনেননি। যেহেতু রমজান মাস, রাস্তা ব্লক থাকায় অনেকের কষ্ট হচ্ছিল। তখন তাঁদের আস্তে আস্তে ঠেলে আমরা রাস্তার পাশে সরিয়ে দিই। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা পানি নিক্ষেপ করেছি।’
আরও খবর পড়ুন:
লক্ষ্মীপুরে দুই গ্রুপের গোলাগুলিতে আদিবা খাতুন (৭) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যার পর সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকার কাচারি বাড়ি এলাকায় স্থানীয় অহিদ উদ্দিন ও ছোট ইউসুফ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই গোলাগুলি হয়।
৭ ঘণ্টা আগেকুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২৫ জন। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার পালকি সিনেমা হল সংলগ্ন ইন্দ্রারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেরাজশাহীর তানোরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম নেকশার আলী (৩৫)। তিনি উপজেলার রাতৈল গ্রামের বাসিন্দা।
৮ ঘণ্টা আগেবাংলাদেশে কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার কৃতী সন্তানদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় হান্নান এ মন্তব্য করেন।
৮ ঘণ্টা আগে