Ajker Patrika

পোস্টার লাগানোর সময় ছাত্রদলের ৪ নেতা কর্মী গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার মামলা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
পোস্টার লাগানোর সময় ছাত্রদলের ৪ নেতা কর্মী গ্রেপ্তার, নাশকতার পরিকল্পনার মামলা

থানার দেয়ালে পোস্টার লাগাতে গিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ছাত্রদলের চার নেতা কর্মী। গতকাল শুক্রবার গভীর রাতে গজারিয়া থানার পাশ থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— ইমামপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হিমেল (১৮), বাউশিয়া ইউনিয়ন ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মারুফ আহমেদ সাহেদ (১৮), ছাত্রদল কর্মী রোহান (২১) ও তানভীর (১৯)।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, ‘শুক্রবার গভীর রাতে থানার দেয়ালে পোস্টার লাগানোর সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। তাঁদের মধ্যে নাশকতার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।’

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান বলেন, ‘ছাত্রদলের চারজন নেতা কর্মী আটক হয়েছেন। আটক নেতা কর্মীর মুক্তির দাবিতে তাঁরা পোস্টার লাগাতে গিয়েছিলেন, এটাই তাঁদের অপরাধ। তাঁদের জামিনের ব্যাপারে আমরা চেষ্টা চালাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত