Ajker Patrika

সিরাজদিখানে স্বতন্ত্রের সমর্থকের কবজি কেটে নিল নৌকার সমর্থকেরা

সিরাজদিখান প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০০: ৫৯
সিরাজদিখানে স্বতন্ত্রের সমর্থকের কবজি কেটে নিল নৌকার সমর্থকেরা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) গোলাম সারোয়ার কবিরের নয়ন মিয়া (২৫) নামে এক সমর্থকের হাতের কবজি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

আজ রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় নয়নের হাতের কবজি কেটে নেন নৌকার প্রতীকের প্রার্থীর সমর্থকেরা। এদিন রাতে গুরুতর আহত ওই সমর্থককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে হাসপাতালে পাঠানো হয়েছে। নয়ন চিত্রকোট ইউনিয়নের বাসিন্দা মো. জামালের ছেলে।

এ ব্যাপারে চিত্রকোট ইউপি চেয়ারম্যান শামসুল হুদা বাবুল বলেন, ‘নয়ন মিয়া আমাদের স্বতন্ত্র ট্রাক প্রতীকের সমর্থক ছিলেন। তিনি রাজানগর এলাকা থেকে রুটি কিনে বাড়ি যাওয়ার পথে খালপাড় ব্রিজের সামনে গেলে নৌকার বিজয় মিছিল যাওয়ার পরেই এই ঘটনা ঘটে। এখন নয়ন মিয়া ঢাকা মেডিকেল ভর্তি রয়েছে। তবে নয়ন মিয়ার অবস্থা আশঙ্কাজনক।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘তিনি কোনো প্রার্থীর সমর্থক না। তিনি একজন পেশায় রাজমিস্ত্রি। তাঁর পাশের বাড়ির লোকজনের সঙ্গে হয়তো কোনো দ্বন্দ্ব হয়েছিল; তাই এই ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। মামলা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত