Ajker Patrika

তুরাগে ৫ হাজার ২০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই যুবক রিমান্ডে

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২৩, ২০: ৩৩
তুরাগে ৫ হাজার ২০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই যুবক রিমান্ডে

রাজধানীর তুরাগে শপিং ব্যাগে ৫ হাজার ২০০টি ইয়াবাসহ মো. এনায়েত ব্যাপারী (২৮) ও মো. তাজুল ইসলাম খান (৩০) নামের দুজনকে আটকের পর রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তুরাগের ধউরের ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুত হাওলাদার আজ শুক্রবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘তুরাগে ৫ হাজার ২০০টি ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদের জন্য আজ শুক্রবার সকালে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

ওসি মওদুত হাওলাদার আরও বলেন, ‘গ্রেপ্তারকালে এনায়েত ব্যাপারীর কাছে থাকা শপিং ব্যাগের মধ্যে ১৬টি সাদা পলিথিনের জিপারে ৩ হাজার ২০০টি ইয়াবা পাওয়া যায়। অপর দিকে তাজুল ইসলাম খানের শপিং ব্যাগের মধ্যে ১০টি সাদা রঙের পলিথিনের জিপার থেকে ২ হাজারটি ইয়াবা পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।’

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি মওদুত বলেন, ‘গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত