নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘুষ গ্রহণ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচার আইনে করা সাবেক ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিকের মামলার রায় ঘোষণা করা হবে রোববার। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করবেন।
আসামি ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে যুক্তিতর্ক শুনানি শেষে গত ২৭ ডিসেম্বর এই রায়ের তারিখ ধার্য করা হয়।
মামলাটি বিশেষ জজ আদালত-৫ এ বিচারাধীন ছিল। ওই আদালতের বিচারক ইকবাল হোসেন গত ১৭ জুন পার্থ গোপালকে জামিন দেন। রাতের অন্ধকারে জামিন দেওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরবর্তীতে হাইকোর্টে জামিন বাতিল করেন। জামিন প্রদানকারী বিচারককে হাইকোর্টে ব্যাখ্যা দিতে বলা হয়। এরপর তিনি জামিন দেওয়া ভুল হয়েছে স্বীকার করে হাইকোর্টের কাছে ক্ষমা চান। পরে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-৪ এ স্থানান্তর করা হয়। এরপর মামলার বাকি সাক্ষ্য গ্রহণ করে যুক্তিতর্ক শুনানি শেষে এ মামলার রায়ের তারিখ ধার্য করা হয়। গত বছরের ৪ নভেম্বর পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর ১৫ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। একই বছরের ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন ডিআইজি পার্থের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এতে মোট ১৪ জনকে সাক্ষী করা হয়। রাজধানীর নর্থ রোডের ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় বরখাস্ত ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক।
অভিযোগপত্রে বলা হয়, পার্থ গোপাল বণিকের কাছ থেকে উদ্ধার হওয়া ৮০ লাখ টাকার কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। অর্থাৎ তিনি সরকারি দায়িত্ব পালনের সময় বিভিন্ন অনিয়ম, ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে ৮০ লাখ টাকা উপার্জন করে পাচারের উদ্দেশ্যে বাসায় লুকিয়ে রেখেছেন বলে প্রমাণিত হয়।
ঘুষ গ্রহণ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচার আইনে করা সাবেক ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিকের মামলার রায় ঘোষণা করা হবে রোববার। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করবেন।
আসামি ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে যুক্তিতর্ক শুনানি শেষে গত ২৭ ডিসেম্বর এই রায়ের তারিখ ধার্য করা হয়।
মামলাটি বিশেষ জজ আদালত-৫ এ বিচারাধীন ছিল। ওই আদালতের বিচারক ইকবাল হোসেন গত ১৭ জুন পার্থ গোপালকে জামিন দেন। রাতের অন্ধকারে জামিন দেওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরবর্তীতে হাইকোর্টে জামিন বাতিল করেন। জামিন প্রদানকারী বিচারককে হাইকোর্টে ব্যাখ্যা দিতে বলা হয়। এরপর তিনি জামিন দেওয়া ভুল হয়েছে স্বীকার করে হাইকোর্টের কাছে ক্ষমা চান। পরে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালত-৪ এ স্থানান্তর করা হয়। এরপর মামলার বাকি সাক্ষ্য গ্রহণ করে যুক্তিতর্ক শুনানি শেষে এ মামলার রায়ের তারিখ ধার্য করা হয়। গত বছরের ৪ নভেম্বর পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর ১৫ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। একই বছরের ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন ডিআইজি পার্থের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এতে মোট ১৪ জনকে সাক্ষী করা হয়। রাজধানীর নর্থ রোডের ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় বরখাস্ত ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক।
অভিযোগপত্রে বলা হয়, পার্থ গোপাল বণিকের কাছ থেকে উদ্ধার হওয়া ৮০ লাখ টাকার কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। অর্থাৎ তিনি সরকারি দায়িত্ব পালনের সময় বিভিন্ন অনিয়ম, ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে ৮০ লাখ টাকা উপার্জন করে পাচারের উদ্দেশ্যে বাসায় লুকিয়ে রেখেছেন বলে প্রমাণিত হয়।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৫ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৬ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৬ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৬ ঘণ্টা আগে