সাখাওয়াত ফাহাদ, নারায়ণগঞ্জ থেকে
রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও বেশির ভাগ কেন্দ্রেই যথাসময়ে শুরু হয়নি ভোটগ্রহণ। এতে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। মিজিমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৮টায়ও শুরু হয়নি ভোটগ্রহণ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করছেন ভোটাররা। দীর্ঘ লাইনের সঙ্গে বড় দুশ্চিন্তা ইভিএমে ভোট প্রদান প্রক্রিয়া নিয়ে। অনেকেই এখনো প্রক্রিয়াটি সম্পর্কে নিশ্চিত নন।
স্থানীয় ভোটার রিনা আক্তার বলেন, ‘আগে কখনো এভাবে দেইনি। কীভাবে দিতে হবে এটা এখনো বুঝি নাই। কাগজ দিছে, কিন্তু সেইটা দেখেও বুঝতে পারি নাই। কী হবে জানি না, দিতে পারব মনে হয়।’
আরেক ভোটার শিরিন শারমিন জ্যোৎস্না বলেন, ‘বিভিন্ন কাজেকর্মে থাকি। আগে তো নিয়মকানুন শিখতে পারি নাই। এখানে আসার পরে দেখাইছে। বলছে, না বুঝলে ভিতরে গেলে আরও ভালোমতো বুঝায় দিব।’
সিলভিয়া আক্তার বলেন, ‘আমি ইভিএমের প্রক্রিয়া সম্পর্কে অনলাইন থেকে জেনেছি। এ ছাড়া লিফলেট পেয়েছি। প্রজেক্টরে এলাকায় প্রক্রিয়া দেখাইছে। কোনো সমস্যা নাই। কিন্তু যারা একটু কম বোঝে তাদের সমস্যা হতে পারে।’
প্রতিনিধি রুমা বেগম জানান, ‘অনেকেই প্রক্রিয়া সম্পর্কে এখনো জানে না। কেন্দ্রে আসার পরেই প্রথমবারের মতো শিখছেন। বয়স্ক নারীদের মধ্যে এই সংখ্যা বেশি।’ তিনি বলেন, ‘আমরা গত দুই দিন ধরেই বাড়ি বাড়ি গিয়ে ভোটদানের প্রক্রিয়া শেখাচ্ছি। বেশির ভাগ বয়স্ক নারীরা একটু পিছিয়ে আছেন। লাইনে যাঁরাই দাড়াচ্ছেন, সবাইকে প্রক্রিয়া সম্পর্কে ভালোমতো জানানোর চেষ্টা করছি।’
রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও বেশির ভাগ কেন্দ্রেই যথাসময়ে শুরু হয়নি ভোটগ্রহণ। এতে তৈরি হয়েছে দীর্ঘ লাইন। মিজিমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৮টায়ও শুরু হয়নি ভোটগ্রহণ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করছেন ভোটাররা। দীর্ঘ লাইনের সঙ্গে বড় দুশ্চিন্তা ইভিএমে ভোট প্রদান প্রক্রিয়া নিয়ে। অনেকেই এখনো প্রক্রিয়াটি সম্পর্কে নিশ্চিত নন।
স্থানীয় ভোটার রিনা আক্তার বলেন, ‘আগে কখনো এভাবে দেইনি। কীভাবে দিতে হবে এটা এখনো বুঝি নাই। কাগজ দিছে, কিন্তু সেইটা দেখেও বুঝতে পারি নাই। কী হবে জানি না, দিতে পারব মনে হয়।’
আরেক ভোটার শিরিন শারমিন জ্যোৎস্না বলেন, ‘বিভিন্ন কাজেকর্মে থাকি। আগে তো নিয়মকানুন শিখতে পারি নাই। এখানে আসার পরে দেখাইছে। বলছে, না বুঝলে ভিতরে গেলে আরও ভালোমতো বুঝায় দিব।’
সিলভিয়া আক্তার বলেন, ‘আমি ইভিএমের প্রক্রিয়া সম্পর্কে অনলাইন থেকে জেনেছি। এ ছাড়া লিফলেট পেয়েছি। প্রজেক্টরে এলাকায় প্রক্রিয়া দেখাইছে। কোনো সমস্যা নাই। কিন্তু যারা একটু কম বোঝে তাদের সমস্যা হতে পারে।’
প্রতিনিধি রুমা বেগম জানান, ‘অনেকেই প্রক্রিয়া সম্পর্কে এখনো জানে না। কেন্দ্রে আসার পরেই প্রথমবারের মতো শিখছেন। বয়স্ক নারীদের মধ্যে এই সংখ্যা বেশি।’ তিনি বলেন, ‘আমরা গত দুই দিন ধরেই বাড়ি বাড়ি গিয়ে ভোটদানের প্রক্রিয়া শেখাচ্ছি। বেশির ভাগ বয়স্ক নারীরা একটু পিছিয়ে আছেন। লাইনে যাঁরাই দাড়াচ্ছেন, সবাইকে প্রক্রিয়া সম্পর্কে ভালোমতো জানানোর চেষ্টা করছি।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
৪ মিনিট আগেপদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
২১ মিনিট আগেকুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় গোমতী নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার ভোররাত ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান চালান।
২৯ মিনিট আগেকারাগারে বন্দীদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ও কারারক্ষীদের দুর্ব্যবহারে দর্শনার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে